বাংলাহান্ট ডেস্ক : জন্মনিয়ন্ত্রণ পিল এবং কনডমের দাম বৃদ্ধি পেল বাংলাদেশে (Bangladesh)। চাল-ডাল-তেল-মাংসের মত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে ওপার বাংলায়। এবার সেই তালিকায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রিও যুক্ত হল। ১০ থেকে ৭০ টাকা পর্যন্ত এই দাম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। জন্মনিয়ন্ত্রণ পিলের দাম নির্ধারিত মূল্যের তুলনায় কিছু কিছু জায়গায় দেড় থেকে দুই গুণ দাম বাড়িয়েও বিক্রি করার অভিযোগ উঠছে।
এক প্যাকেট পিলের দাম আগে ছিল ১৩ টাকা। এখন সেই পিল বিক্রি করা হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। কনডমেরও একই অবস্থা বাংলাদেশে। যে কনডমের ৬ টাকা দাম ছিল দুই বছর আগে, সেই কনডমের বর্তমান মূল্য ১০ টাকা। বর্তমানে বাংলাদেশের বাজারে ১২ টাকার নিচে কোন কনডম পাওয়াই যাচ্ছে না। নারায়ণগঞ্জ, ঢাকা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকার ওষুধের দোকানেই স্পষ্ট হয়ে উঠছে সেই ছবি।
ঔষধ ব্যবসায়ীরা জানাচ্ছেন, ওষুধের দামের পাশাপাশি বাজারে বৃদ্ধি পেয়েছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম। পিল বা কনডমই শুধু নয়, দাম বৃদ্ধি পেয়েছে প্রেগনেন্সি টেস্ট কিটের। আগের থেকে কুড়ি টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রেগনেন্সি কিট। ৮০ টাকার নিচে কোনও কিট বর্তমানে বাংলাদেশের বাজারে নেই। ১২০ টাকায় গিয়ে পৌঁছেছে কিছু প্রেগনেন্সি কিটের দাম।
লক্ষ্মীপুর জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডক্টর কস্তুরী আমিনা কুইন জানিয়েছেন, দাম বেড়েছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর। তবে আমরা বিনামূল্যে সব ধরনের সামগ্রী সরবরাহ করছি। অন্যদিকে, পরিবার পরিকল্পনা দপ্তরের আরও এক আধিকারিক ইউসুফ আলী বলেছেন, আমাদের কাছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী মজুদ রয়েছে যথেষ্ট পরিমাণে। সেগুলি আমরা বিনামূল্যে বিতরণ করছি। হাসপাতালে এলে যে কেউ এই সামগ্রিগুলি বিনামূল্যে পেতে পারেন।