৭ তারিখ শুনানি! ‘DA মামলায় সাফল্য পেয়েছে রাজ্য সরকার’, দু’দিন আগেই বড় কথা বলে দিলেন সরকারি কর্মীদের নেতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিনের অপেক্ষা। আগামী ৭ই মে, ২০২৫ তারিখে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি (Dearness Allowance) সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর থেকে এই প্রথমবার মামলার বিবরণীতে ডিএ মামলাকে (DA Case) “Top of the List” বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। অর্থাৎ ৭ তারিখ একদম প্রথমেই এই মামলার শুনানি হবে। এই খবর সামনে আসার পর থেকেই আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। এবার মামলা নিয়ে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা।

ডিএ মামলা নিয়ে বড় মন্তব্য সরকারি কর্মীদের নেতার | Dearness Allowance

রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারকে তোপ দেগে বলেন, রাজ্য সরকার চেষ্টা করে আসছে, যাতে ডিএ মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ‘আমরা মনে করি তাতে সাফল্য পেয়েছে (রাজ্য সরকার)।’

কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংঘভি দাবি করেছিলেন যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে সরকারি কোষাগার থেকে প্রায় ৪১,৭৭০.৯৫ কোটি টাকা খরচ হবে। রাজ্য সরকারি কর্মীদের অনুমান, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেটা মেনে যদি রাজ্য বকেয়া ডিএ মেটায়, তাহলে বিপুল পরিমাণ টাকা খরচ হতে চলেছে।

উল্লেখ্য, এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলা নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) তরফে দুটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। নির্ধারিত দিনে যাতে শুনানি হয়, যেন কোনোভাবেই শুনানির তালিকা থেকে মামলাটি বাদ না পড়ে সেই লক্ষ্যে গত ১লা মে, কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী শীর্ষ আদালতে এই ডিএ মামলাটির উল্লেখ করেন। এই প্রথমবার মামলার বিবরণীতে ডিএ মামলাকে “Top of the List” বা তালিকার শীর্ষে রাখা হয়েছে।

৭ তারিখে ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য উঠতে চলছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষ বার শুনানির জন্য উঠেছিল।

ভিডিও দেখুন: https://youtu.be/69KS2m13HuI?si=879t597fC-t-1E8c

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে উচ্চ আদালতের ডিএ (Dearness Allowance) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়।
এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সর্বোচ্চ আদালতে যায় রাজ্য। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল।

আরও পড়ুন: ‘দেশবাসী যেমন চাইছেন তাই হবে’, জল্পনা উসকে পহেলগাঁও হামলার জবাব নিয়ে বড় বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

গত ২০২২ সালের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। এখনও সেই মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X