বাংলা হান্ট ডেস্কঃ চাকরি থেকে অবসর গ্রহণের পর বহু মানুষ আর্থিকভাবে পেনশনের (Pension) টাকার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। পেনশনের টাকা দিয়ে সংসার চলে অনেকের। ২০২৪ সালের শেষ থেকেই সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে নানান আপডেট সামনে আসছে। ইতিমধ্যেই নূন্যতম পেনশন বৃদ্ধির দাবির কথা জানা গিয়েছে। এবার জানা গেল, কমিউটেড পেনশন (Commuted Pension) পুনরুদ্ধারের সময়সীমা কমানোর জন্য কেন্দ্রের (Central Government) কাছে একটি নতুন প্রস্তাব জমা পড়েছে।
৭ লক্ষ সরকারি কর্মীর তরফ থেকে এই চিঠি দেওয়া হয়েছে (Pension)!
রিপোর্ট বলছে, গত সপ্তাহেই কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা কমানোর আবেদন জানিয়ে ইউনিয়ন ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথনকে একটি চিঠি দেওয়া হয়েছে। কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কারের তরফ থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে খবর। প্রায় ৭ লক্ষ কর্মচারীর তরফ থেকে কেন্দ্রের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।
কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কারের তরফ থেকে দেওয়া চিঠিয়ে বলা হয়েছে, ১৯৮৬ সালের নিরিখে বর্তমান সময়ে সুদের হার, মৃত্যুর হার, লাইফ এক্সপেক্টেন্সি, রিস্ক ফ্যাক্টর সহ একাধিক প্যারামিটার বদলে গিয়েছে। সেই কারণে প্রায় চার দশক আগে তৈরি হওয়া পেনশন (Pension) কমিউটেশনের নিয়মগুলিকে পুনরায় বিবেচনা করার আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুনঃ হাতে মাত্র ২ দিন সময়! এবার স্বাস্থ্যভবনকে ‘ডেডলাইন’ বেঁধে দিল নবান্ন
সেই সঙ্গেই সংশ্লিষ্ট চিঠিতে পঞ্চম বেতন কমিশনের (5th Pay Commission) রিপোর্ট থেকে বিশেষজ্ঞদের সুপারিশও তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করে দেওয়া হোক। এর পাশাপাশি ওই চিঠিতে নোটও যুক্ত করা হয়েছে বলে খবর। কেন ১৯৮৬ সালের কমন কজ (সুপ্রা)-তে এদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে নতুন করে নজর দেওয়া প্রয়োজন। কারণ বিগত প্রায় চার দশকে অনেক কিছুর মাপকাঠি পরিবর্তিত হয়েছে। এক্ষেত্রে কমিউটেশন অপশনাল বিকল্প হলেও, এই বিষয়টিকে সরকারের কল্যাণমূলক দিক থেকেই দেখা উচিত বলে দাবি করা হয়েছে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই এদেশের বেশ কিছু রাজ্য সরকার কমিউটেড পেনশন (Pension) ১২ বছর পর পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। গুজরাট সরকার ১৩ বছর এবং কেরালা সরকার সেটি ১২ বছরে পুনরুদ্ধারের নিয়ম চালু করেছে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৮% হারে সুদ পান। তবে এলআইসি এবং অন্যান্য আর্থিক সংস্থার তরফ থেকে পেনশনভোগীদের ৬.১% হারে সুদ প্রদান করা হয়। সেই কারণে দাবি উঠছে, পেনশনভোগীদের সুবিধার্থে কেন্দ্রীয় সিভিল সার্ভিসের (কমিউটেশন অফ পেনশন) রুল, ১৯৮১-তে সংশোধন করা উচিত।