বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। শুধু তাই নয়, দূরের কোনও সফর হোক কিংবা কাছের কোন গন্তব্য প্রতিটি ক্ষেত্রে রেলপথের জুড়ি মেলা ভার। আর এই কারণেই সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা। যার ফলে সংরক্ষিত খোঁজে কনফার্ম টিকিট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এমতাবস্থায়, অনেকেই সফরের কয়েক মাস আগে থেকে টিকিট কাটতে বাধ্য হন।
রেলের (Indian Railways) বিশেষ কোটা:
জানিয়ে রাখি যে, ট্রেনে (Indian Railways) টিকিট বুক করার ক্ষেত্রে বিভিন্ন কোটা উপলব্ধ থাকে। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই এক কোটার বিষয়ে উপস্থাপিত করব। যেটির মাধ্যমে টিকিট কাটলে ওয়েটিং টিকিট কনফার্ম হয়ে যায়। রেলের এই কোটার নাম হল HO (High Official) কোটা (উচ্চ অফিসিয়াল কোটা)। HO কোটার মাধ্যমে তাৎক্ষণিকভাবে টিকিট কনফার্ম হয়ে হয়। তবে, এই কোটায় টিকিট পেতে হলে কিছু শর্তও রয়েছে।
আসলে HO কোটা রেলের আধিকারিক থেকে শুরু করে, VIP এবং আমলাদের জন্য বরাদ্দ থাকে। তবে কিছু পরিস্থিতিতে সাধারণ যাত্রীরাও এই কোটার অধীনে কনফার্ম টিকিট পেতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ট্রেনের সিনিয়র সিটিজেন সহ বিভিন্ন ধরণের কোটা রয়েছে। ঠিক সেইরকমই রেলের (Indian Railways) উচ্চ আধিকারিক থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তি এবং আমলাদের জন্য একটি কোটা বরাদ্দ থাকে। যেটিকে HO কোটা বলা হয়।
HO এই কোটার অধীনে আসন সংখ্যা খুবই কম থাকে। টিকিট বুক করার সময় এই কোটার উল্লেখ করার প্রয়োজন হয় না। সাধারণ কোটায় বুকিং করা হলেও ওয়েটিং লিস্টে থাকা টিকিটগুলিতে HO কোটা প্রয়োগ করা যেতে পারে। কিছু সিট HO কোটার অধীনে সংরক্ষিত থাকে। তাই কেউ যদি এটির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে টিকিট খুব দ্রুত কনফার্ম হয়ে যায়।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের জন্যই তৃতীয় টেস্টে পিছিয়ে রয়েছে ভারত? শুরু তুমুল সমালোচনা
সাধারণ যাত্রীরাও পেতে পারেন: যদিও এই কোটা বিশেষ ব্যক্তিদের জন্য রয়েছে, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে একজন সাধারণ যাত্রীও HO কোটার সুবিধা নিতে পারেন এবং তাঁর টিকিট কনফার্ম করতে পারেন। এই কোটার সুবিধা পাওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত হল যাত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করা। তাঁকে কাগজপত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, ওই ভ্রমণ তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপৎকালীন বিষয়ে এর সাহায্য নেওয়া যেতে পারে।
আরও পড়ুন: প্রভাবিত হবে EMI, আচমকাই সুদের হার সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন SBI-র! এখনই নিন জেনে
কিভাবে করবেন আবেদন: HO কোটার জন্য আবেদন করার ক্ষেত্রে, একজন সাধারণ ভ্রমণকারীকে ভ্রমণের তারিখের একদিন আগে ইমারজেন্সি পরিস্থিতি প্রমাণ করার সমস্ত নথি সহ চিফ রিজার্ভেশন সুপারভাইজারের কাছে একটি আবেদন (ইমারজেন্সি কোটা তথা EQ ফর্ম) জমা দিতে হবে। ওই আবেদনটিতে একজন গেজেটেড আধিকারিকের স্বাক্ষর থাকতে হবে। আবেদন পাওয়ার পর, এই তথ্য রেলের (Indian Railways) বিভাগীয়/জোনাল অফিসে পাঠানো হয় এবং তারপর অনুমোদনের পর টিকিট কনফার্ম করা হয়।