বাংলা হান্ট ডেস্ক: ক্রমবর্ধমান যাত্রীদের সুবিধার্থে রেলের (Indian Railways) তরফে প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হন যাত্রীরা। এদিকে, গ্রীষ্মের ছুটির সময়ে প্রতিবছরই যাত্রীদের অতিরিক্ত চাপ পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, ওই ভিড়ের কথা মাথায় রেখেই দুর্দান্ত পরিকল্পনা করেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই, রেলের তরফে ঘোষণা করা হয়েছে যে, এপ্রিল মাসে গ্রীষ্মকালীন ছুটির জন্য বেশ কয়েকটি স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে।
এমতাবস্থায়, ভ্রমণকারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সংবাদ। এদিকে, সময়সূচী প্রকাশ করে, ভারতীয় রেল জানিয়েছে যে গ্রীষ্মকালীন ছুটির স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি চেন্নাই এগমোর থেকে নাগেরকোয়েল পর্যন্ত এবং নাগেরকোয়েল থেকে চেন্নাই এগমোর পর্যন্ত চালানো হবে। এমতাবস্থায়, ৫,৬,৭,১২,১৩,১৪,১৯,২০,২১,২৬,২৭ এবং ২৮ এপ্রিল চালানো হবে এই বিশেষ ট্রেন।
গ্রীষ্মের ছুটিতে স্পেশাল বন্দে ভারত ট্রেনের রুট: ভারতীয় রেল ইতিমধ্যেই প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই মাসের শুক্র, শনিবার এবং রবিবার চেন্নাই এগমোর থেকে নাগেরকোয়েল পর্যন্ত একটি বিশেষ ট্রেন চলবে। ট্রেন নম্বর ০৬০৫৭ চেন্নাই এগমোর থেকে সকাল ৫ টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২ টো বেজে ১০ মিনিটে নাগেরকোয়েলে পৌঁছাবে। এদিকে, ট্রেন নম্বর ০৬০৫৮ নাগেরকোয়েল থেকে দুপুর ২ টো বেজে ৫০ মিনিটে ছেড়ে চেন্নাই এগমোরে পৌঁছবে রাত ১১ টা ৪৫ মিনিটে।
আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, বিপদে পড়ার আগে দেখে নিন ছুটির তালিকা
এদিকে, চেন্নাই এগমোর থেকে নাগেরকোয়েল পর্যন্ত এই বন্দে ভারত সামার ভ্যাকেশন স্পেশাল ট্রেনগুলির থামবারম, ভিলুপুরম, তিরুচি, ডিন্ডিগুল, মাদুরাই, বিরুধুনগর এবং তিরুনেলভেলিতে স্টপেজ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত এটি শুধুমাত্র এপ্রিলের জন্য পরিকল্পনা করা হয়েছে। তবে যাত্রীদের চাহিদার ওপর নির্ভর করে এই পরিষেবা বাড়ানো যেতে পারে। এদিকে, ভারতীয় রেলওয়ে যাত্রীদের আগাম টিকিট বুক করার এবং স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এবং স্টপের জন্য অফিসিয়াল ওয়েবসাইট চেক করার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: মহাদেবের আশীর্বাদ! সোমনাথ মন্দিরে পুজো দিতেই খুলল হার্দিকের ভাগ্য, প্রথম জয় পেল MI
প্রতিটি উৎসব ও অনুষ্ঠানে বিশেষ ট্রেন চলাচল করে: জানিয়ে রাখি যে, উৎসবের মরশুমে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, ভারতীয় রেল প্রতি বছর সম্পূর্ণ রিজার্ভ-ভিত্তিক বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করে। ২০২৩ সালে, ভারতীয় রেল দীপাবলি এবং ছটপুজোর জন্য ২৮৩ টি ফেস্টিভ স্পেশাল ট্রেনের ঘোষণা করেছিল। দীপাবলি এবং ছটপুজোর পাশাপাশি ওনাম, ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষ্যেও বিশেষ ট্রেনও চালানো হয়।