বাংলা হান্ট ডেস্কঃ সামনেই রয়েছে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। ফাইনাল পরীক্ষার আগে ইতিমধ্যেই উচ্চ-মাধ্যমিকের টেস্ট সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি অনেকে। এবার এই অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষক মহলে তৈরি হয়েছে এক নতুন সংশয়। আসলে আগামী বছর থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে। ২০২৫ সালে শেষবারের মতো পুরনো পাঠক্রমে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তাই প্রশ্ন উঠছে যারা এবছর টেস্টে উত্তীর্ণ হতে পারল না তারা তো সেমিস্টার পদ্ধতিতে পড়াশুনা করেননি। তাহলে তাদের কি আবার নতুন করে সেমিস্টার পদ্ধতিতে পড়াশুনা করে উচ্চ-মাধ্যমিক দিতে হবে? নাকি পুরনো পাঠক্রম অনুসারে তারা উচ্চ মাধ্যমিক দিতে পারবেন?
উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) টেস্টের অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পাঠ্যক্রম নিয়ে প্রশ্ন শিক্ষকমহলে
বেশ কয়েকটি স্কুলের শিক্ষকরা জানিয়েছেন এবার উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার টেস্টে যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের আবার টেস্ট নেওয়া হচ্ছে। এপ্রসঙ্গে বিরক্তি প্রকাশ করেছেন ‘দ্য খিদিরপুর অ্যাকাডেমির ভারপ্রাপ্ত শিক্ষক শেখ মহম্মদ সালেহিন। তিনি জানিয়েছেন এই সমস্যা নিয়ে তাঁরা খুবই বিব্রত। যারা টেস্টে উত্তীর্ণ হতে পারেননি অধিকাংশ স্কুলে তাদের আবার কয়েকদিন পর টেস্ট নেওয়া হচ্ছে। তবে শিক্ষকদের একাংশের প্রশ্ন এই দ্বিতীয় টেস্টেও যদি কোন পড়ুয়া উত্তীর্ণ হতে না পারেন তাহলে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? এই বিষয়ে যদি উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দেয় তাহলে ভালো হয়।
যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য এপ্রসঙ্গে জানিয়েছেন তাদের স্কুলে দুজন পড়ুয়া উচ্চমাধ্যমিকের (Higher Secondary) টেস্টে উত্তীর্ণ হতে পারেনি। এখন ওরা নতুন পাঠক্রমে পড়াশোনা করবে নাকি পুরনো পাঠক্রমে পড়াশোনা করবেন তা এখনও জানা যায়নি। সেই সাথে তিনি জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সব সময় পড়ুয়াদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই ওদের আরো একবার পুরনো পাঠক্রমে পড়ার সুযোগ দিলে ভালো হয়।
আরও পড়ুন: শুভেন্দুকে ‘খোঁচা’ সুকান্তর
প্রসঙ্গত এই একই সমস্যা তৈরি হবে যারা উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না তাঁদের নিয়েও। ২০২৬ সালে নতুন পাঠক্রমে পরীক্ষা নেওয়া শুরু হবে। তাই এবার যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের আরও কয়েকবার পুরনো পদ্ধতিতে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া দরকার। শিক্ষকদের একাংশের মতে এর আগেও পুরনো পাঠক্রম এবং নতুন পাঠক্রমের প্রশ্ন একসাথে তৈরি করা হয়েছে।
পুরনো পাঠক্রম এবং নতুন পাঠক্রমের এই সংশয় নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘এখনও নির্দিষ্ট কোন সিদ্ধান্তে আমরা আসিনি। তবে যারা এবার টেস্টে উত্তীর্ণ হতে পারল না। তাদের পুরনো পাঠক্রমের পাশাপাশি নতুন পাঠক্রমেও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। সেটা হলে যার যে পদ্ধতিতে সুবিধা সে সেই পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে। এমন একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উচ্চ-মাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা কোন পদ্ধতিতে পরীক্ষা দেবে, তা দ্রুত জানানো হবে।’