ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড মঙ্গলবার ম্যানচেস্টারে এক বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন। টেস্ট ক্রিকেটে 500 তম উইকেট নিয়ে নজির গড়েছেন স্টুয়ার্ট ব্রড। বিশ্বের সপ্তম বোলার হিসাবে এই নজির গড়লেন উনি। এই নজির গড়তে মাত্র 140 টি টেস্ট ম্যাচ নিয়েছেন ব্রড। এই মাইলফলক স্পর্শ করার পর বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তায় ভাসতে থাকেন স্টুয়ার্ট ব্রড।
এবার সেই ব্রডকে শুভেচ্ছা জানালেন 2007 বিশ্বকাপে এক ওভারে ছ’টি ছক্কা হাঁকানো যুবরাজ সিং। বাঁহাতি ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং 13 বছর আগে 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্রডের এক ওভারে ছ’টি ছক্কা মেরে বিশ্ব ক্রিকেটে এক অনন্য নজির স্থাপন করেছিলেন। তারপর থেকে যখনই ব্রডকে নিয়ে যুবরাজ সিং কিছু বলেন তখনই সবাই সেই ছয় ছক্কার কথা টেনে আনেন।
ব্রডকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে যুবি লিখেছেন, “আমি জানি যখনই আমি ব্রডের সম্বন্ধে কিছু বলি তখনই সবাই 2007 টি-20 বিশ্বকাপের ছয় ছক্কার প্রসঙ্গ টেনে আনেন। তবে আমি সকল ভক্তদের অনুরোধ করছি এই অনন্য কীর্তিকে সম্মান জানান। সেই সঙ্গে যুবি বলেন, টেস্ট ক্রিকেটে 500 উইকেট নেওয়া কোন মুখের কথা নয়। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়, সেইসাথে ক্রিকেটের প্রতি একাগ্রতা এবং সংকল্প থাকতে হয়। তুমি সত্যিই একজন কিংবদন্তি, তোমাকে টুপি খুলে কুর্নিশ জানাই।”