আর্থিক প্যাকেজের জন্য শুভেচ্ছা কিন্তু আমার টাকাও নিক সরকারঃ ট্যুইট বিজয় মালিয়ার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) সংকটের মধ্যে দেশবাসীর উদ্যেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) সম্প্রতি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাজেক ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত এই প্যাকেজের বিষয়ে বিভিন্ন মানুষ তাঁদের মতামত ব্যক্ত করেছেন। এমনকি লন্ডন থেকেও এক শুভেচ্ছা বার্তা এসেছে ভারতের প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে।

pmmodi1 1

সুরা ব্যবসায়ী বিজয় মালিয়াও অভিনন্দন জানালেন মোদী সরকারকে
ভারতের প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা কররা পরিপ্রেক্ষিতে লণ্ডন থেকে সুরা ব্যবসায়ী বিজয় মালিয়াও (Vijay Mallya) কেন্দ্রীয় সরকারকে অনেক অভিন্দন জানিয়েছেন। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি তাঁর সমস্ত অর্থ ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে নেওয়ার কথাও বলেন।

আমার সমস্ত অর্থ নিয়ে মামলা বন্ধ করুন
লন্ডন থেকে মদ ব্যবসায়ী বিজয় মালিয়া এক ট্যুইট মারফত মোদীজিকে অনুরোধ করেন, ‘করোনা সংকটের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমিও আমার সেস্ট ব্যাংকের সমস্ত টাকা এই কাজের জন্য ত্রাণ তহবিলে দান করতে চাই। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আমার সমস্ত অর্থ নিয়ে আমাকে বিরুদ্ধে জারী করা মামলা সমাপ্ত করে দিন’।

বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯০০০ কোটি টাকা জালিয়াতির মামলা দায়ের আছে
ভারত থেকে মদ ব্যবসায়ী বিজয় মালিয়াকে পলাতক ঘোষণা করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ৯০০০ কোটি টাকা জালিয়াতি করার অভিযোগও আছে। তিনি পালিয়ে গিয়ে বর্তমানে লণ্ডনে রয়েছেন। এর আগেও তাঁকে একবার গ্রেপ্তার করা হলে, তিনি জামিনে বাইরে চলে আসেন। লণ্ডনের সরকার তাঁকে আত্মসমর্পনের কথা বললে, তিনি সুপ্রিম কোর্টে আবেদন করে।

image 79

বহুবার বিজয় মালিয়া তাঁর সমস্ত অর্থ ফেরত দিতে চেয়েছে
ভারত সরকার দেশের নাগরিকদের জন্য ২০ লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। যা দেশবাসীর উন্নতির বিভিন্ন খাতে ব্যয় করা হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সাথে নিজের অর্থঅ দিতে চাইলেন বিজয় মালিয়া। তবে এর আগেও বহুবার মদ ব্যবসায়ী বিজয় মালিয়া ট্যুইট করে তাঁর সমস্ত অর্থ ফেরত দিয়ে চেয়েছিলেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর