তৃণমূলকে আটকাতে এবার বিজেপির হাত ধরল কংগ্রেস! হুলস্থুল কান্ড মেঘালয়ে

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী জয়ের স্বপ্নে বিভোর তৃণমূল (tmc) বাহিনী। সেই মর্মে ত্রিপুরা, গোয়ার পর মেঘালয়ের (meghalaya) দিকে পা রাখতেই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। তৃণমূলকে আটকাতে মেঘালয়ে বিজেপির সঙ্গে জোট বাঁধল কংগ্রেস। বিজেপি-এনপিপি জোট সরকারকে ইস্যুভিত্তিক সমর্থনের কথা ঘোষণা করে দিলেন মেঘালয়ে কংগ্রেসের অবশিষ্ট পাঁচ বিধায়ক।

সূত্রের খবর, মুকুল সাংমা (Mukul Sangma) বিরোধী নেতা থাকাকালীন অবস্থায় যেভাবে  মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা হত, সরকারের অন্ধ বিরোধিতা করত কংগ্রেস, তা এখন আর করতে চাইছে না। তবে সরাসরি মেঘালয় কংগ্রেসে যোগদান কিংবা বাইরে থেকে সমর্থন নয়, বিরোধী শিবিরের সঙ্গী হয়েই সরকারকে সাহায্য করতে চাইছে মেঘালয় কংগ্রেস।

congress vs bjp

এবিষয়ে আক্রমণ করে তৃণমূল নেতা মুকুল সাংমা বলেন, ‘মেঘালয়ের মানুষের বিশ্বাস যোগ্যতা হারিয়েছে কংগ্রেস, তা স্পষ্ট হয়ে গেল। ক্ষমতার লোভে ছুটছে কংগ্রেস। ভুলে গিয়েছ মানুষের দেওয়া দায়িত্ব পালন করার কথা। ২০১৮-র বিধানসভা নির্বাচনের পর একবার এভাবে সরকার গড়তে চেয়েছিল’।

অন্যদিকে কংগ্রেসের পরিষদীয় দলনেত্রী আমপারিন লিংডো বলেন, ‘বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত সমর্থনের কথা ঘোষণা করছি আমরা। মেঘালয়ের স্বার্থের কথা ভেবে আমাদের মন হয়, কিছু কিছু ক্ষেত্রে সরকারের সঙ্গে সহমত হওয়ার প্রয়োজন’।

অর্থাৎ তৃণমূলের উত্তেজনার পায়ে বেড়ি পড়াতে এমন কৌশল করেছে মেঘালয় কংগ্রেস। তৃণমূল যাতে করে সেখানে শক্ত ঘাঁটি তৈরি করতে না পারে, সেই কারণে কংগ্রেসের অবশিষ্ট পাঁচ বিধায়কও যোগ দিয়ে দেন বিজেপিতে। যার ফলে তৃণমূলের পক্ষে লড়াইটা আরও শক্ত হয়ে পড়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর