বাতিল হতে পারে প্রার্থীপদ? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!

বাংলা হান্ট ডেস্কঃ জল্পনা ছিলই, বেশ জোড়ালো জল্পনা ছিল। আর তা সত্যি করে বিজেপি (BJP) প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে। তমলুকের বিজেপি প্রার্থী তিনি। বিজেপিতে যোগদান করার পর সম্প্রতি গান্ধী ও গডসেকে নিয়ে মন্তব্য করেন প্রাক্তন জাস্টিস (Former Justice Abhijit Gangopadhyay)। আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই এবার আসরে কংগ্রেস (Congress)।

প্রসঙ্গত, কিছুদিন আগে সংবাদমাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গান্ধী ও গডসের মধ্যে কাকে বেছে নেবেন তা বলতে বললে তিনি তার উত্তর দিতে পারেন না। উল্টে গান্ধীকে হত্যার পেছনে নাথুরাম গডসের কোন কোন কারণ ছিল, তা অনুসন্ধান করে করার প্রয়োজনীয়তা আছে বলেও মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি। গান্ধী হত্যাকাণ্ডের নিন্দা করলেও তার পেছনের কারণ অনুসন্ধানের কথা বলেছিলেন অভিজিৎ।

অভিজিতের এই মন্তব্যই প্রত্যাহার করার দাবি তুলেছে কংগ্রেস। কেবল প্রত্যাহারই নয় পাশাপাশি গঙ্গোপাধ্যায়য়ে প্রার্থীপদ বাতিল করারও দাবি জানিয়েছে হাত শিবির। এই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, উনি হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে ভোটে দাঁড়াচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।

jay ram ramesh

আরও পড়ুন: বহরমপুরে বিরাট চমক, প্রচারে আসছেন এই তারকা ক্রিকেটার! জানালেন TMC প্রার্থী ইউসুফ

কড়া প্রতিক্রিয়া দিয়ে রমেশ আরও বলেন, গডসে এবং গান্ধীর মধ্যে কে ভালো তা তিনি বুঝতে পারেন না! এই ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তার প্রার্থীপদ করা হোক। সেই দল মহাত্মার মহত্বকে খর্ব করতে কোনও কসুর বাকি রাখেনি। মোদীকে কটাক্ষ করে রমেশ আরও বলেন, জাতির জনকের মর্যাদা রক্ষা করতে ‘Do-nation’এর পিতা কী করেন, সেটাই এখন দেখার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর