মাত্র ৯ টি? মহারাষ্ট্রের নির্বাচনের আগে মোদীকে খোঁচা কংগ্রেসের

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের মোট ২৮৮-টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগেই আজ বিদেশ সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ত্রিদেশীয় সফরে রওনা দেওয়ার আগে মহারাষ্ট্রে তিনি আর কোনো প্রচার করছেন না।

মোদীকে (Narendra Modi) খোঁচা কংগ্রেসের

বিদেশ সফরে রওনা হওয়ার আগেই এদিন বিজেপির ভোট কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলন করেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানেই মহারাষ্ট্রের হিন্দু ভোট এককাট্টা করার লক্ষ্যেই আবার স্লোগান তোলেন তিনি। পাশাপাশি হিন্দু ভোটের বিভাজন রুখতে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের ‘বাঁটেঙ্গে তো কাটেঙ্গে’-র মতো হুঁশিয়ারিও এদিন মোদীর (Narendra Modi) গলায়  শোনা গেল ইতিবাচক সুরে।

এদিন নরেন্দ্র মোদী দাবি করেছেন, ‘ মহারাষ্ট্রের মানুষ ঐক্যের গুরুত্ব বোঝেন। কিন্তু কংগ্রেস তথা মহা বিকাশ আঘাড়ী সামাজিক বিভাজনের জন্য বিভিন্ন জাতকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেয়। আমি যখন মানুষের মাঝে গিয়ে এক হ্যায় তো সেফ হ্যায় বলেছিলাম, তখন মানুষ সঙ্গে সঙ্গে তা গ্রহণ করেছে।’

আরও পড়ুন: ভোটের প্রচারে ‘বেফাঁস’ মন্তব্য! জবাব চেয়ে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

অন্যদিকে এনসিপি নেতা শরদ পাওয়ার বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি বিজেপি এইভাবে হিন্দু-মুসলিমের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাইছে। তাই ‘বাঁটেঙ্গে তো কাটেঙ্গে’ কিংবা ‘ভোট জেহাদ’-এর মতো স্লোগান দিচ্ছেন তাঁরা। প্রসঙ্গত মহারাষ্ট্রের নির্বাচনের আগে এখনও পর্যন্ত মোট ৯টি জনসভা করেছেন মোদী।

Narendra Modi

তা নিয়েই এবার কংগ্রেসের খোঁচা জনমানসে নাকি  ধীরে ধীরে কমতে শুরু করেছে মোদীর জনপ্রিয়তা। যদিও সেই দাবি উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা যুক্তি ভোট ঘোষণার আগে নরেন্দ্র মোদি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন-শিলান্যাসে একাধিক বার মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই কেন্দ্রের ও রাজ্যের বিজেপির জোট সরকারের সাফল্য প্রচার করেছেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর