বিজেপির পর এবার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস, এক নজরে দেখে নিন কে দাঁড়াচ্ছেন কোন আসনে

তৃণমূল কংগ্রেসের পর বিজেপি আর এখন কংগ্রেসও নিজের প্রার্থী তালিকা ঘোষনা করল। কংগ্রেসের তরফ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে ১৩ টি নাম রয়েছে। একই সাথে আসামের নির্বাচনের জন্য কংগ্রেস ৪০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

পশ্চিমবঙ্গের জন্য যে তালিকা প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী-

পাথরপ্রতিমায় কংগ্রেসের হয়ে লড়বেন সুখদেব বেরা।

ইন্দ্রনীল রাউত লড়বেন কাকদ্বীপ আসন থেকে।

মানিক ভৌমিক ময়নায় থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়াবেন।

এগরার জন্য কংগ্রেসের তরফে নির্বাচিত করা হয়েছে মানসকুমার কর মহাপাত্র।

শিউ মাইতিকে ভগবানপুর থেকে দাঁড় করাচ্ছে কংগ্রেস পার্টি।

সমীর রায় থাকবেন খড়গপুর সদর থেকে।

সবং এর কংগ্রেস প্রার্থী চিরঞ্জীবি ভৌমিক।

উত্তম বন্দ্যোপাধ্যায় বলরামপুরপুরের কংগ্রেস প্রার্থী।

কংগ্রেসের হয়ে বিষ্ণুপুর থেকে দাঁড়াচ্ছেন দেবু চট্টোপাধ্যায়।

অক্ষয় সাঁতার কোতুলপুর থেকে কংগ্রেস প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন।

বাঘমুন্ডি ও পুরুলিয়াতে দাঁড়াচ্ছেন যথাক্রমে নেপাল মাহাতো ও পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়।

রাধারানী বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়াবেন।

সম্পর্কিত খবর