‘দল ছাড়া যাবে না’, গোয়ায় ৩৪ প্রার্থীকে মন্দির-মসজিদ-গির্জায় শপথ করালো কংগ্রেস

বাংলাহান্ট ডেস্ক : মাস পেরোলেই বিধানসভা নির্বাচন গোয়ায়। এরই মধ্যে দলভাঙনে টালমাটাল কংগ্রেস। তাই এবার গোয়ার ৩৪ জন প্রার্থীকে মন্দির, মসজিদ, গির্জায় নিয়ে গিয়ে, দল না ছাড়ার শপথ করালো তারা।

শনিবার করোনা বিধিনিষেধ মধ্যে একটি বাসে করে ৩৪ জনকে এভাবে ঘুরতে দেখে অবাক হয়েছিলেন গোয়ার মানুষজন। কিন্তু এহেন ঘুরে বেড়ানোর আসল কারণ জানার পর কার্যতই হতভম্ব তাঁরা। প্রথমে বাসে করে ওই ৩৪ জন প্রার্থীকে নিয়ে যাওয়া হয় মহালক্ষ্মী মন্দিরে, তারপর সেখান থেকে একটি গির্জা এবং মসজিদে। প্রতিটি জায়গাতেই তাঁদের দিয়ে এই শপথ করানো হয়, ‘জিতে দেলেও দল ছাড়ব না কিছুতেই। আগামী অন্তত ৫টা বছর কংগ্রেসেই থাকব’।

২০১৭ সালে গোয়ায় ১৭ টি আসন পেয়েছিল কংগ্রেস। কিন্তু মাত্র ১৩ টি আসন পাওয়া বিজেপিতে যোগ দেন কংগ্রেসের ১০ জন বিধায়ক। যার ফলে গোয়ায় সরকার গড়ে বিজেপি। সেই থেকে যাওয়া ৭ জনের মধ্যে এখন দলে টিমটিম করে জ্বলছেন মাত্র ২ জন। এরই মধ্যে তৃণমূলও ভাঙন ধরায় কংগ্রেসে। যার জেরে ১৩ আসনে জেতা বিজেপির সাংসদ সংখ্যা এই মুহুর্তে ২৭।

বাইশের নির্বাচনে ৪০ টি আসনের মধ্যে ৩৪টিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস। তাই এবার আগেভাগেই সিঁদুরে মেঘ দেখে দল বাঁচতে মরিয়া তারা। যদিও কংগ্রেসের এহেন কার্যকলাপে রীতিমতো হাসাহাসি রোল দেশ জুড়ে। পুরো ব্যাপারটিকে অবশ্য নিছকই বালখিল্যতা বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর