বিজেপিকে হারাতে জোট বাঁধল কংগ্রেস- সিপিএম, আটকে দিল ২৫ টি পঞ্চায়েত গঠন

বাংলাহান্ট ডেস্কঃ কেরলে এতদিন ধরে সিপিএম (Communist Party of India) কংগ্রেস (Indian National Congress) তীব্র প্রতিদ্বন্ধী ছিল। কিন্তু স্থানীয় প্রশাসনের নির্বাচনের পর বিজেপিকে (Bharatiya Janata Party) কোণঠাসা করতে সেই তীব্র প্রতিদ্বন্ধী বাম- কংগ্রেস মিলে মিশে একাকার হয়ে গেল। একসঙ্গে জোট বাঁধল সিপিএম কংগ্রেস।

কেরলে সম্প্রতি ত্রিস্তরীয় নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত, পুরসভা এবং কর্পোরেশনের ভোটের ফলাফল প্রকাশের পর একজোট হল কংগ্রেস এবং সিপিএম। ২৫ টা গ্রাম পঞ্চায়েতে একক বৃহত্তম দল হওয়ার পরও জোট গঠন করতে পারেনি বিজেপি। কারণ বিজেপিকে আটকাতে ওই সকল এলাকায় ভোট পরবর্তী জোট করেছে কংগ্রেস সিপিএম।

congress cpim bong 480

এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তীবভাবে কটাক্ষ করা হয়। বিজেপির এক মুখপাত্র আক্রমণ করে বলেছেন, অন্যায়ভাবে জোট করে বিজেপিকে আটকে দেওয়া হচ্ছে। এতে মানুষের রায়কে অপমান করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে বিজেপিকে আটকাতে এসব করা হচ্ছে।

বিজেপির এই অভিযোগের পাল্টা দিয়ে সিপিএমের তরফ থেকে বলা হয়েছে, ‘ভোটের পর স্থানীয় পরিস্থিতির নিরিখে এটা করা হয়েছে। তবে এটা কোন জোট নয়। বামেদের সঙ্গে সিপিএমের লড়াই। বিজেপিকে এখানে কোনভাবেই অগ্রাধিকার দেওয়া হবে না। বিজেপির সামনে বড় বিপদ। তাই বিজেপিকে আটকাতেই এই সিদ্ধান্ত গ্রহণ, এমনটাও জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর