বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় ভোট শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সেই মত অতি তৎপরতার সঙ্গে জোর কদমে প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল ( TMC ) ও প্রধান বিরোধী দল বিজেপি ( BJP )। প্রতিটা দিনই তৃণমূলের পক্ষ থেকে একের পর এক আয়োজিত হচ্ছে জনসভা। বিজেপির তরফেও মোদী, অমিত শাহ ছাড়াও একাধিক কেন্দ্রীয় নেতাদের এনে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। ভোটের ময়দান, যেখানে তৃণমূল ও বিজেপি কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ, সেখানে সংযুক্ত মোর্চার শরিক দল কংগ্রেসের ( Congress ) প্রচারে নেই কেন কোনও স্টার ক্যাম্পেনার! ইতিমধ্যেই কংগ্রেসের তরফে একঝাঁক তারকা প্রচারকের ( Star Campaigner ) তালিকা ঘোষণা করা হলেও, তা এখনও চাক্ষুষ করতে পারল না বঙ্গবাসী।
যা নিয়ে ইতিমধ্যেই কর্মী-সমর্থক থেকে শুরু করে প্রার্থীদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে যে, ‘কোথায় কংগ্রেসের তারকারা’? জানা যাচ্ছে, কেরলের ভোট মিটিয়ে তবেই এরাজ্যে পা রাখবেন রাহুল, প্রিয়াঙ্কা ( Priyanka Gandhi Vadra ) থেকে বাকি স্টার ক্যাম্পেনাররা। তবে কেন এত দেরিতে এ রাজ্যে আসছেন তারা ? এই প্রশ্নের জবাবে রাজনৈতিক মহলের স্পষ্ট মন্তব্য অতীতের ভুল ফের আরও একবার করতে চাইনা কংগ্রেস নেতৃত্ব। কারণ কেরলের মত রাজ্য, যেখানে বামেদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামছে কংগ্রেস, সেখানে এ রাজ্যের মঞ্চে উঠে সেই বামেদের পক্ষেই ভোট দেওয়ার আর্জি মানুষজন যে ভালো চোখে দেখবেন, তা আগেই আন্দাজ করে নিয়েছেন কংগ্রেসের জাতীয় নেতৃত্বরা।
তবে এই ভুলটাই ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ( Assembly Election ) করেছিল কংগ্রেস। যার পরিণামে কেরালা এবং ত্রিপুরা দুইই হাতের বাইরে চলে গিয়েছে তাদের। তাই এবার সুকৌশলে কেরলে ভোট মিটিয়ে তবেই এ রাজ্যের প্রচারে অংশ নেবেন রাহুলরা।
সেই মত চতুর্থ দফা ভোট পর্যন্ত বাংলায় ভোট প্রচার একাই সামলাবেন অধীর চৌধুরী ( Adhir Chowdhury )। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তাই প্রথম চার দফার কংগ্রেস কর্মী-সমর্থক ও প্রার্থীদের মনে আফসোসের শেষ নেই। শনিবার রাহুল ( Rahul Gandhi ) পাশের রাজ্য অসমে ভোট প্রচারে গেলেও, এ রাজ্য রাহুল শূন্য হয়ে তাদের প্রচারের চালাবে। এমনকি তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরিতে সমানভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। কিন্তু বাংলা এখনও পর্যন্ত তা থেকে বঞ্চিত। দলীয় সূত্রে আরও একটি খবর জানা যাচ্ছে যে, অসুস্থ সোনিয়া একদিন আব্দুল মান্নানের সমর্থনে জনসভা করতে চেয়েছেন বাংলায়। যদিও বাকি তারকা দেখা গেলেও, সোনিয়ার ( Sonia Gandhi ) দেখা মিলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।