বাংলা হান্ট ডেস্ক : উত্তর ভারতের গ্রামীণ অঞ্চলের মহিলাদের মুখ ঢাকা কালো ওড়না ঘোঙ্গাঘাট নামে পরিচিত৷ এই ওড়নাটি দীর্ঘদিন ধরেই ঐতিহ্যবাহী পোশাকের তকমা পেয়েছে৷ এ বার সেই ঘোঙ্গঘাট নিয়ে অশালীন মন্তব্য করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলোট৷ এ বার সেই ওড়না মুখে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অশোক, দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতিকে নির্মূল করতে হবে এমনটাই দাবি করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী৷
জয়পুরে অনুষ্ঠিত একটি এনজিওর অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বর্তমানে সময় বদলেছে অথচ উত্তর ভারতের ওই গ্রামে এখনও অবধি ঘাট রীতির প্রচল রয়েছে৷ তবে এই রীতিতে মহিলাদের কি আবদ্ধ রাখা ঠিক? এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি এই প্রথার জন্য নারীরা বিশেষ উন্নতি করতে পারে না বলে দাবি তোলেন তিনি৷
একই সঙ্গে তিনি আরও দাবি করেছেন দেশের গঠনমূলক ভূমিকা নিতে নারীরা তখনই সক্ষম হবে যখন ওড়না তাঁদের মুখ থেকে সরে যাবে৷ যদিও এই প্রথমবার নয়, 2017 সালে হরিয়ানার এক সংবাদমাধ্যমে এবং হরিয়ানা পরিচয় নামের একটি মাসিক পত্রিকা তেও নারীদের ওড়না পরা নিয়ে বিরোধিতা শুরু হয়েছিল৷
প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা তখন জানিয়েছিলেন হরিয়ানার সংস্কৃতিতে নাকি মহিলাদের ওড়না পরার রীতি ছিল না, বিদেশি আক্রমণের ভয়ে এই রীতি চালু করা হয়েছে৷