বড় খবরঃ শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের (Congress) সভাপতি সনিয়া গান্ধী (Sonia Gandhi) দিল্লীর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হলেন। সনিয়া গান্ধীকে রুটিন চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সনিয়া গান্ধীর নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ার পর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সনিয়া গান্ধীর সাথে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা ভঢড়াও উপস্থিত আছে।

আপনাদের জানিয়ে রকাহি, সনিয়া গান্ধীর শরীর কাল থেকেই অসুস্থ ছিল, আর এরজন্য তিনি শনিবার সংসদে বাজেট পেশের দিন উপস্থিত থাকতে পারেন নি। হাসপাতালের ডাক্তারেরা কংগ্রেসের সভাপতির চিকিৎসা করছে। চিকিৎসার পরেই পুরো ঘটনা সামনে আসবে।

X