হিমাচলে জিতেও আতঙ্কে কংগ্রেস! জয়ী বিধায়কদের পাঠানো হল গোপন ডেরায়

বাংলাহান্ট ডেস্ক : হিমাচল প্রদেশে (Himachal Pradesh Election Result 2022) হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনও কংগ্রেস (Congress) এগিয়ে যাচ্ছে, তো কখনও বিজেপি। এই পরিস্থিতিতে বিধায়ক কেনাবেচার (Horse Trading) সম্ভাবনায় আতঙ্কিত হিমাচলপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব। বিজেপিকে মাত করতে বিধায়কদের সোজা চন্ডিগড় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস। ‘অপারেশন লোটাস’ রুখতে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও প্রবীণ নেতা ভুপিন্দর সিং হুডাকে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে।

একটি বাসে কংগ্রেসের সব বিধায়ককে চন্ডিগড় তুলে নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা গোটা বিষয়টি নিজের দায়িত্বে তদারক করছেন। তিনি আজই শিমলা পৌঁছে যাবেন বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।

হিমাচলপ্রদেশের নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। ৬৮টি আসনে মোট ৪১২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। হিমাচলপ্রদেশের ট্রেন্ড হল, প্রতি ৫ বছর অন্তর সরকার বদলে যায়। সে ক্ষেত্রে এবার কংগ্রেস জয় পাবে বলে আশাবাদী। কংগ্রেসের দাবি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পেনশন স্কিম ও অন্যান্য বিষয়ের উপর হিমাচল প্রদেশের মানুষ ভোট দিয়েছে। ২০২৩ সালে রাজস্থান ও ছত্তীসগড়ে ভোট হবে। কংগ্রেসের অন্দরে আশা, হিমাচলপ্রদেশে সরকার গড়ে ঘুরে দাঁড়াবে কংগ্রেস। তাতে ২০২৩ সালে রাজস্থান ও ছত্তীসগড়ের ভোটে বাড়তি অক্সিজেন পাবে কংগ্রেস।

হিমাচলের হেভিওয়েট প্রার্থী কারা?

বিজেপি প্রার্থী জয়রাম ঠাকুর- সিরাজ- হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের কাছে এই নির্বাচন প্রেস্টিজ ফাইট। এর আগে ২০০৭ এবং ২০১২ সালে এই কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি।

হংস রাজ– চূড়া- হিমাচল প্রদেশের ডেপুটি স্পিকার হংস রাজ। অনগ্রসর শ্রেণির এই প্রতিনিধি এর আগেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।

সতপাল সিং সাত্তি– উনা- হিমাচলের বর্তমান অর্থমন্ত্রী পদে রয়েছেন সতপাল সিং সাত্তি। এর আগে তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।

অনীল শর্মা– কুলু- প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পণ্ডিত সুখরামের পুত্র অনীল শর্মা। ফলে তাঁর কাছে এই নির্বাচন প্রেস্টিজ ইস্যু।

কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং- শিমলা গ্রামীণ- হিমাচলের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট বিক্রমাদিত্য সিং। ২০১৭ সালেও এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। ফলে এবারেও জয় ধরে রাখা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

মুকেশ অগ্নিহোত্রী- হারোলি- গত বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকেশ অগ্নিহোত্রী। হিমাচল সরকারের প্রেস অ্যাক্রিডিয়েশন কমিটি সহ মিডিয়ার বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যুক্ত তিনি।

Sudipto

সম্পর্কিত খবর