কংগ্রেস জিতেছে, তাই বাসের টিকিট কাটবো না, ইলেকট্রিক বিলও দেব না, দাবি কর্ণাটকবাসীর! বিপাকে সিদ্দা

বাংলা হান্ট ডেস্ক : একের পর এক চ্যালেঞ্জ উড়ে আসছে সদ্য নির্বাচিত সরকারের উদ্দেশ্যে। ভোট দিয়ে জেতিয়েছে মানুষ। এবার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পালা। কর্নাটকে সদ্য ক্ষমতায় আসা কংগ্রেসকে এই বার্তাই দিচ্ছেন সে রাজ্যের সাধারণ মানুষ। নিজেদের দাবি আদায়ে কর্নাটকের (Karnataka) সাধারণ মানুষ এতটাই সরব যে, ইতিমধ্যেই বিদ্যুতের বকেয়া বিল মেটানো নিয়ে সে রাজ্যের একাধিক গ্রামে অশান্তি তৈরি হয়েছে। এবার মহিলারাও বিনামূল্যে বাসে চড়ার দাবি নিয়ে সওয়াল করছেন রাজ্য সরকারকে।

কর্নাটকে বিধানসভা নির্বাচনে দাপট দেখিয়ে জয়লাভ করে সরকার গঠন করেছে কংগ্রেস। এবার ১৩৫টি আসনে জিতে তারা ক্ষমতায় এসেছে। পর্যুদস্ত হয়েছে বিজেপি। এরপরই রাজ্য জুড়ে আনন্দ শুরু করেছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। যার রেশ এখনও চলছে পুরোদমে। তবে সাধারণ মানুষের দাবি, জয় পেয়ে কংগ্রেস এতটাই মহিত হয়ে গেছে যে, তারা তাদের নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিই এবার ভুলতে বসেছে। আর তা নিয়েই প্রতিবাদ শুরু করেছেন সাধারণ মানুষকে।

sidda shiva karnataka

কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে আরও একটি প্রতিশ্রুতি ছিল, তারা ক্ষমতায় এলে মহিলাদের আর টাকা দিয়ে বাসে চাপতে হবে না। যাত্রা করতে পারবেন বিনামূল্যে। এবার এই প্রসঙ্গেই রায়চুরের এক মহিলার দাবি, কংগ্রেসকে সেই প্রতিশ্রুতি এখনই কার্যকর করতে হবে। ওই মহিলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, মাসকি থেকে সিন্ধানুরগামী একটি বাসে টিকিটের টাকা দিতে রাজি হচ্ছেন না ওই মহিলা। কন্ডাক্টার টাকা চাইলে তিনি কন্ডাক্টরের সঙ্গে তর্কাতর্কিও শুরু করে দেন।

প্রসঙ্গত, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল কর্নাটকের মানুষকে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হবে। কংগ্রেস ক্ষমতায় আসার পর সে রাজ্যের মানুষ ধরেই নেন, বিদ্যুতের বকেয়া বিল মেটানোর কোনও প্রয়োজন নেই তাঁদের। কেউ কেউ স্থানীয় বিদ্যুৎ অফিসে গিয়ে বৈদ্যুতিন মিটারের সংযোগ বিচ্ছিন্ন করার দাবিও তুলে দিয়েছেন।

বেলাগাভি গ্রামের বাসিন্দারা দাবি করেন, ক্ষমতায় এলে তাঁদের ‘বিনামূল্যে’ বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। সেই মত কংগ্রেস সরকার গঠন করায় তাঁরা আর বকেয়া বিল মেটাবেন না। বেলাগাভি ছাড়াও কপ্পাল, কালাবুর্গী এবং চিত্রদুর্গার মতো কয়েকটি জেলাতেও একই দাবি নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ।

বিদ্যুৎ বিল না মেটানো নিয়ে অশান্তির ছবিও ধরা পড়েছে সে রাজ্যে। কোপ্পালে ‘গুলবার্গা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড’ এক কর্মী বিদ্যুতের বকেয়া ৯ হাজার টাকা বিল মেটাতে বললে এক স্থানীয় বাসিন্দা তাঁকে মারধরও করেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর