বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশ থেকে উঠে আসছে একের পর এক অশান্তির ছবি। সামনে আসছে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা। ওপার বাংলার সেই বিক্ষোভ-অশান্তির আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের শাসক-বিরোধী সব মহল। ক্ষোভ উগরে দিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।
বাংলাদেশ ইস্যুতে উল্টো সুর অধীর চৌধুরীর (Adhir Chowdhury)
এবার এই বাংলাদেশ ইস্যুতেই একেবারে অন্য সুরে কথা বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর দাবি বাংলাদেশে হিন্দুদের সঙ্গে মুসলমানদের সংঘর্ষ হচ্ছে না। অর্থাৎ কোনো সশস্ত্র সংঘর্ষ হচ্ছে না। এ প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সংসদের (Adhir Chowdhury) যুক্তি, বাংলাদেশে এমন কিছু মানুষ আছেন যাঁরা উগ্র মৌলবাদী। তাঁরাই এসব কর্মকাণ্ডের করে চলেছে। অধীর বাবুর দাবি, বাংলাদেশের সাধারণ মানুষ কখনই হিন্দু বিরোধী নন।
অধীর চৌধুরীর (Adhir Chowdhury) কথায়, ‘বাংলাদেশের জনসংখ্যার একটা মৌলবাদী অংশ সেখানকার টালমাটাল পরিস্থিতি ও অস্থিরতার সুযোগ নিয়ে, আর মহম্মদ ইউনূসের অদক্ষতার সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চাইছে। এই বাংলাদেশে আজ যাঁরা মৌলবাদী শক্তি, একদিন তাঁদের হাতেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের হত্যা হয়েছিল। স্বাভাবিকভাবেই সেই শক্তি হয়ত এতদিন দমে ছিল। এবার মাথা চাড়া দিয়ে উঠেছে।’
একইসাথে তাঁর আরও সংযোজন, শুধু হিন্দু নয়, অন্যান্য সংখ্যালঘু এমনকী একাংশ মুসলিমরাও নাকি ওই সমস্ত মৌলবাদীদের হাতে আক্রান্ত। এপ্রসঙ্গে তিনি বলেছেন,’মৌলবাদীদের হাতে বিপন্ন হচ্ছে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় ও উদারপন্থী মুসলমান সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশের সবাই রাতারাতি হিন্দু বিরোধী হয়ে গেল এটা নিছক কল্পনা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের সব মানুষ রাতারাতি হিন্দু বিরোধী হয়ে যায়নি। তবে একটা অংশ অস্থিরতার সুযোগে এই কাণ্ড ঘটেছে।’
আরও পড়ুন: গোপনাঙ্গে ক্ষত, গায়ে আঁচড়! কলকাতায় যৌন লালসার শিকার ৭ মাসের পথশিশু
প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর থেকেই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ইতিমধ্যেই সনাতনী সাধুর জামিনের আর্জিও খারিজ করে দিয়েছে সে দেশের ইউনুস সরকার। অভিযোগ উঠছে বাংলাদেশে কট্টরপন্থী মুসলিমরা সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে। এমনকি হিন্দু হত্যার অভিযোগও উঠেছে। দেওয়া হচ্ছে ভারত বিরোধী স্লোগানও।
সেই সাথে কদিন আগেই সামনে এসেছে প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা অবমাননা দৃশ্য। যার ফলে বাংলাদেশীদের জন্য ভারতবর্ষে একাধিক পরিষেবা বয়কট করার দাবি তুলেছেন ভারতীয়রা। সবার আগে দেশ, তাই বাংলাদেশীদের জন্য সমস্ত পরিষেবা বয়কট করার দাবি তুলেছেন অনেকেই। এরইমধ্যে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দাবি গোটা বাংলাদেশের হিন্দু-মুসলিম বিরোধ হচ্ছে না। কিছু মৌলবাদী এই অস্থিরতার সুযোগে কাজে লাগিয়ে বিভেদ তৈরির চেষ্টা করছে।