পুলিশের হাতে গ্রেফতার অধীর চৌধুরীর প্রাক্তন আপ্ত সহায়ক! কংগ্রেস নেতা বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) প্রাক্তন আপ্ত সহায়ক প্রদীপ্ত রাজপণ্ডিতকে হলদিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ। কখনও নীল বাতি লাগানো গাড়িতে ঘোরাফেরা করা আবার কখনও আইএএস অফিসার, কখনও আবার অন্য কোনও পরিচয় ভাঁড়িয়ে দেদার তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অধীররঞ্জন চৌধুরীর কোনও প্রতিক্রিয়া মেলেনি বলেই খবর।

পুলিশের জালে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) প্রাক্তন আপ্ত সহায়ক

জানা যাচ্ছে, এই প্রদীপ্তের সাথে অনেক বিজেপির নেতারও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ধৃত প্রদীপ্ত রাজপণ্ডিত দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর আপ্ত সহায়ক হিসেবে নিযুক্ত রয়েছে। দিল্লিতে থাকলেও তার আসল বাড়ি নাকি,হলদিয়ার সুতাহাটা থানার চৈতন্যপুরে।

পুলিশ সূত্রে খবর, অধীর চৌধুরীর (Adhir Chowdhury) এই প্রাক্তন আপ্ত সহায়কের সাথে নাকি একসময় বিজেপির বেশ কিছু হেভিওয়েট নেতার খুব ভালো সম্পর্ক ছিল। অভিযোগ, এহেন প্রদীপ্ত দিনের পর দিন নীল বাতি লাগানো লাগানো গাড়িতে ঘুরে বেড়াতেন। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নাকি কখনও নিজেকে আইএএস, কখনও আবার অন্য কোনও পরিচয় দিয়ে তোলা তুলতেন। পুলিশের কাছে নাকি এই ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে।

আরও পড়ুন: বাংলার জন্য সুখবর! অবিলম্বে ‘বকেয়া’ টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ সংসদে

তদন্তে নেমে মঙ্গলবার হলদিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর সম্প্রতি চৈতন্যপুরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশেই দেখা গিয়েছিল প্রদীপ্তকে। এছাড়াও প্রদীপ্তর গৃহপ্রবেশের অনুষ্ঠানে হাজির ছিলেন নিশীথ প্রামাণিক।

Adhir Chowdhury

তাই একথা স্পষ্ট যে বরাবরই দাপুটে রাজনীতিবিদদের আশেপাশেই থাকার চেষ্টা করতেন ধৃত ব্যক্তি। ওয়াকিবহল মহলের মতে এই রাজনৈতিক সম্পর্ক ও পরিচিতিকে কাজে লাগিয়েই আখেড় গোছাতে চেয়েছিলেন প্রদীপ্ত। তবে শেষরক্ষা হল না! শেষপর্যন্ত এদিন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর