বাংলা হান্ট ডেস্কঃ কাজের আশায় বাংলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেন বহু মানুষ। নিজের বাড়ি, শহর ছেড়ে সেখানেই দিন কাটান তাঁরা। এবার বিজেপি শাসিত নানান রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) হেনস্থার অভিযোগে বড় পদক্ষেপ নিলেন কংগ্রেস (Congress) নেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বাংলার নিরীহ পরিযায়ী শ্রমিকদের পুলিশি নির্যাতন, দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছেন তিনি।
বড় পদক্ষেপ অধীরের (Adhir Ranjan Chowdhury)!
কয়েকদিন আগে ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। তার রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। এই দুই ঘটনার পর থেকেই বিজেপি শাসিত নানান রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা শুরু হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই নানান সংগঠনের তরফ থেকে এই অভিযোগ আনা হয়েছে। এবার গুজরাট ও ওড়িশার মুখ্যমন্ত্রীদের এই মর্মে চিঠি দিলেন অধীর।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা বহরমপুরের প্রাক্তন সাংসদের কথায়, ‘ভারতীয় নাগরিক, নিরীহ গরিব বাঙালি পরিযায়ী শ্রমিকদের নির্যাতন করছে পুলিশ। এমনকি দেশ ছাড়া করার হুমকিও দেওয়া হচ্ছে’। পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশার পাশাপাশি গুজরাটের সুরাট সহ সংলগ্ন অঞ্চলে এমনটা বেশি হচ্ছে বলে অভিযোগ। এহেন শ্রমিকদের জীবন ও জীবিকার অধিকার রক্ষার্থে বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল যাতে পদক্ষেপ গ্রহণ করেন, সেই অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে CBI, নজরে ‘এই’ তৃণমূল নেতা!
অধীরের পাশাপাশি এই অভিযোগে সরব হয়েছে আরও একাধিক সংগঠন। সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কার্স ইউনিউয়নের পক্ষে আসাদুল্লাহ গায়েন এই নিয়ে মুখ খুলেছেন। সেই সঙ্গেই সিপিআই (এম-এল) লিবারেশনের শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ-র রাজ্য সম্পাদক বাসুদেব বসুও বিজেপি শাসিত নানান রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রমণ ও গ্রেফতারির অভিযোগ এনেছেন।
অন্যদিকে অধীর (Adhir Ranjan Chowdhury) সহ একাধিক সংগঠনের তরফ থেকে নানান অভিযোগ আনা হতেই পাল্টা সরব হয়েছে বিজেপি। কংগ্রেস নেতাকে নিশানা করে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘উনি আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন। ওখানে বিজেপি সরকার নেই। সেই রাজ্যের একটি টেক্সটাইল হাবে বাংলার অনেক শ্রমিক কাজ করেন। রোজ সেখানে পুলিশি তল্লাশি হচ্ছে’।