‘অঢেল টাকা! তাই বিদেশে চিকিৎসা করাচ্ছে, আমরা তো আর যেতে পারি না’, অভিষেককে খোঁচা অধীরের

বাংলা হান্ট ডেস্ক : গতকাল থেকেই ফের সংবাদের কেন্দ্রবিন্দুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একবার বাঁ দিকের চোখের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চোখের চিকিৎসা করাতে এর আগে দুবাইয়েও (Dubai) যেতে হয়েছিল তাঁকে। তারপর আমেরিকায় (America) তাঁর চোখের চিকিৎসা চলে।

বিশেষ সূত্রের জানা যাচ্ছে, সেখানে জন হপকিন্স হাসপাতালে তাঁর চোখের অপারেশনও হয়। এজন্য গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মার্কিন মুলুকে ছিলেন তিনি। এবারও সেখানেই অভিষেক চোখ দেখাবেন বলে খবর। তাঁর সঙ্গে দেশ ছেড়েছেন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, গতকাল সকাল ৯টা ৪৫-এর বিমানে দুবাই পাড়ি দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। দুবাই হয়েই তাঁর গন্তব্য আমেরিকা।

সেখানে তার চোখের চিকিত্‍সার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে বলে খবর। অবশ্য বিরোধী শিবির কিন্তু বিষয়টিকে এত সহজভাবে দেখতে নারাজ। তাদের আক্রমণে মিশে তীব্র কটাক্ষের সুর ! এমনকি ইডি-র সঙ্গে বোঝাপড়া করেই এই বিদেশযাত্রা বলে তোপ বামেদের।

abhishekh sukanta

এই প্রসঙ্গে সরব বাম নেতা তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘অভিষেক ইডির অনুমতি নিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে বলেছিল ইডি আমাকে অনুমতি দিচ্ছে না। তারপর কোথাও একটা বোঝাপড়া হয়েছে। এর বাইরে আর কিছু নেই। নিঃসন্দেহে এটা বোঝাপড়ার ফল।’

তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। বলছেন, ‘পয়সার অভাব নেই তাই বিদেশে গিয়েছে। আমরা তো যেতে পারি না। কেউ দাঁত দেখাতে দুবাই যাচ্ছে, কান দেখাতে আমেরিকা যাচ্ছে। তাঁদের ব্যাপারই আলাদা। রাজাদের ব্যাপার সব। এর আগে যখন গিয়েছিল তখন অনেক অভিযোগ ছিল। ইডি-সিবিআই দেখবে এগুলো।’

চুপ নেই বিজেপিও। পদ্ম শিবির তুমুল কটাক্ষ করেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘চিকিৎসার জন্য গিয়েছেন বলে আমরা খবর পেয়েছি। আমরা তো ভেবেছিলান স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাবেন। কেন করালেন না বুঝতে পারছি না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর