বাংলা হান্ট ডেস্কঃ দলিতদের মসিহা বলে পরিচিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতা সরদার বুটা সিংহ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৬ বছর বয়সে তিনি সবাইকে ছেড়ে বিদায় জানান। উনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। পাঞ্জাবের জলন্ধর জেলার মুসতফাপুর গ্রামে ২১ মার্চ ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আটবার তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
Former Union Minister, former MP from Rajasthan and Congress leader Buta Singh passes away.
— ANI (@ANI) January 2, 2021