হিন্দু নয়, কাশ্মীরে নিহতদের মধ্যে ১৫ জনই মুসলিম! তোলপাড় করা দাবি কংগ্রেস নেতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) হয়েছে। প্রাণ গিয়েছে ২৬ জন পর্যটকের। নিহতদের পরিবার সহ নানান মহল থেকে দাবি করা হচ্ছে, বেছে বেছে হিন্দুদের নিধন করেছে হামলাকারীরা। যদিও সেই দাবি উড়িয়ে দিলেন এক কংগ্রেস (Congress) নেতা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, কাশ্মীরে (Kashmir Terror Attack) নিহতদের মধ্যে ১৫ জনই মুসলিম। নিজের মোবাইল ফোন খুলে মৃতদের একটি তালিকাও দেখান তিনি।

কাশ্মীর-কাণ্ড (Pahalgam Terror Attack) নিয়ে বিস্ফোরক কংগ্রেস নেতা!

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে কংগ্রেস সহ সকল বিরোধী দল। এই আবহে বিস্ফোরক দাবি করলেন হাত শিবিরের নেতা। কাশ্মীরের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন তিনি। সেই সঙ্গেই নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা আসফাক আহমেদ বলেন, ‘জঙ্গিরা তো করেছে, কিন্তু করিয়েছে কে সেটা খুঁজতে হবে। পুলওয়ামার মতো ফাইল ক্লোজ করলে হবে না। কে করিয়েছে সেটা দেখতে হবে। যদি পাকিস্তান করে থাকে, আজ হামলা করুন, আমি বলছি। কিন্তু খতিয়ে দেখতে হবে কে করেছে’।

আরও পড়ুনঃ মা উড়ালপুল নিয়ে বড় সিদ্ধান্ত! জারি করা হল নয়া বিজ্ঞপ্তি

এরপরেই হিন্দুদের বেছে বেছে খুন (Pahalgam Terror Attack) করা হয়েছে এই দাবি নিয়ে মুখ খোলেন কংগ্রেসের ওই নেতা। তিনি বলেন, ‘গোদি মিডিয়া কাল বলল, নাম জিজ্ঞেস করে মারছে। আপনি তালিকা দেখেছেন? ২৭ জনের মধ্যে ১৫ জন মুসলিম। নাম জিজ্ঞেস করে যদি খুন করত, তাহলে ১৫ জন কীভাবে মারা গেল? দ্বিতীয় কথা হল, ৩০০ মিটার দূর থেকে খুন করা হচ্ছিল। তাহলে নাম কখন জিজ্ঞেস করল? ওদের কাছে অত সময় কোথায়? এসব গেম প্ল্যান। আগে এটাকে ভালোভাবে তদন্ত করা হোক। দেখতে পাবেন, এর মধ্যে কে রয়েছে’।

Congress leader on Pahalgam terror attack

এই ঘটনা পূর্ব পরিকল্পিত কিনা জিজ্ঞেস করায় আসফাক বলেন, ‘১০০% পূর্ব পরিকল্পিত। পুরো দেশের মাইন্ড ডায়ভার্ট করার জন্য এসব করা হচ্ছে’। নিহতদের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, হিন্দু কিনা জিজ্ঞেস করে খুন করেছে জঙ্গিরা। একথা বলতেই নিজের মোবাইল খুলে নিহতদের তালিকা দেখান ওই নেতা। ফের একবার দাবি করেন, কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের মধ্যে ১৫ জনই নাকি মুসলিম।

কংগ্রেস নেতার কথায়, ‘এখানে শুধু হিন্দু-মুসলিম করা হচ্ছে। আসলে সাধারণ মানুষকে মারা হয়েছে। আর কিছু নয়’। তিনি বলেন, ওখানে ভারত সরকারের ৭ লক্ষ মিলিটারি রয়েছে। কিন্তু কোনও চেক পয়েন্ট নেই? ওখানে বাইরে থেকে এত লোক যায়। কোনও নিরাপত্তা নেই? প্রশ্ন তোলেন তিনি।

এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন কংগ্রেস নেতা। কাশ্মীর-কাণ্ড (Pahalgam Terror Attack) নিয়ে আসফাক বলেন, ‘অমিত শাহকে আগে দেখতে হবে কী করে এই ঘটনা ঘটল? ওনার ইস্তফা দেওয়া উচিত ছিল। কিন্তু দেবে না, ওরাই করিয়েছে, দেবে না’। কেন্দ্রকে নিশানা করছেন কিনা বলায় তিনি জোর গলায় বলেন, ‘১০০%। এটা আর কিছু বলার নেই। ১০০%। সাধারণ মানুষ মারা যাচ্ছে। বুঝতে পারছেন? একজনের পুরো পরিবার চলে যাচ্ছে। ওখানে ওনারা ঘুরতে গিয়েছিল না মারা যেতে গিয়েছিল?’

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X