বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনে টিকিট না পেলে এবার পার্টি অফিসেই আত্মহত্যার হুমকি দিলেন এক কংগ্রেস নেতা (Congree Leader) । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ময়নপুরীতে।ময়নপুরী কিশনি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হতে চেয়েছিলেন শহর কংগ্রেস কমিটির সহ সভাপতি দীপচন্দ্র ভারতী৷ কিন্তু দল তাঁর পরিবর্তে ওই আসনে টিকিট দেয় ডাঃ বিজয় নারায়ন সিংহকে। এই খবর পাওয়া মাত্রই রবিবার সন্ধ্যে ৬টা নাগাদ দলীয় কার্যালয়ে ছুটে আসেন দীপচন্দ্র। সেখানে এসে গেট ভিতর থেকে বন্ধ করে দেন তিনি। তারপর সেই চত্ত্বরে রাখা গাড়ি থেকে গ্যাসের পাইপ খুলে এবং দেশলাই হাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ভয় দেখাতে থাকেন ওই নেতা।
শব্দ পেয়ে পুলিশে খবর দেয় আশেপাশের লোকজন। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কোতয়ালি থানার সিওসিটি অমর বাহাদুর সিং সহ দমকলের একটি বাহিনী। বহু বোঝানোর পর শান্ত করা যায় দীপচন্দ্র ভারতীকে। পুলিশ এবং অন্যান্য নেতাদের বহুক্ষণের চেষ্টায় গেট খুলে বাইরে বেরিয়ে আসেন তিনি। ওই কংগ্রেস নেতা জানান, তাঁকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও অন্য কাউকে টিকিট দিয়েছে দল। এমনকি টিকিটের পরিবর্তে প্রার্থীদের থেকে ৫ লাখ করে টাকা নেওয়ার অভিযোগও করেন তিনি কংগ্রেসের কিছু নেতার বিরুদ্ধে।
কংগ্রেসের ভারপ্রাপ্ত জেলা সভাপতি গোপাল কুলশ্রেষ্ঠ জানিয়েছেন, ‘কিশনি বিধানসভা থেকে টিকিটের দাবী করেছিলেন দীপচন্দ্র। কিন্তু তা দেওয়া হয় অন্য কাউকে। তার ফলেই এধরণের কাজ করে বসেন তিনি। তাঁকে আলোচনার মাধ্যমে ব্যাপারটি বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে’। টিকিটের বদলে টাকা নেওয়ার অভিযোগটিকেও অস্বীকার করেছেন তিনি।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে চরমে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। কিছুদিন আগেই টিকিট না পাওয়ার অভিযোগে দল ছেড়েছেন কংগ্রেসের পোস্টার গার্ল প্রিয়াঙ্কা মৌর্য। তাঁরও অভিযোগ ছিল টাকার বদলেই দেওয়া হচ্ছে টিকিট। কংগ্রেস ছেড়ে প্রিয়াঙ্কা যোগ দেন বিজেপিতে। এই বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন বলেই সূত্রের খবর।