মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী মোদীর উপর অভদ্র মন্তব্য করায় গ্রেফতার কংগ্রেস নেতা

Last Updated:

আমরোহা থেকে কংগ্রেসের প্রার্থী এবং উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির সেক্রেটারি শচীন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।  শচীন চৌধুরী ইউপি সিএম যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তারপরে, আমরোহা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এই মামলাটি লকডাউনের সময় সংবাদ সম্মেলন করার জন্য কআইপিসির ১৮৮ মামলা করে হয়েছে।   সংবাদ সম্মেলনের সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী এবং সিএম যোগির বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। এর আগেও তাকে এক বাড় গ্রেফতার করে হয়েছিলো।

তবে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শচীন চৌধুরী ও আরও দুজনকে ১৪৪ ধারা লঙ্ঘনের জন্য পুলিশ গ্রেপ্তার করেছিল। গত ২৮ শে মার্চ গভীর রাতে পুলিশ মহাসড়কের জিরো পয়েন্টের কাছে একটি বিশাল জনতা জড়ো হতে দেখে। করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে এলাকা ফাঁকা করতে বলে আর তারপরে সমস্যা শুরু হয়। দু পক্ষের মধ্যেই অশান্তি শুরু হয়। তখন কংগ্রেস নেতা এবং তার বন্ধুরা সেখানে হৈ চৈ শুরু করলেন। পুলিশের সাথে অশ্লীলতাও করা হয় ।

কিন্তু এরপর তাকে গ্রেফতার করে হলেও  পরে তাকে থানা থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। আর পরিস্থিতি খারাপ হলে এই লক ডাউন আরো বাড়ানো হবে।

X