নির্দল প্রার্থীর কাছে মাত্র ১৪ ভোটে হার! গণনা শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস প্রার্থীর

বাংলা হান্ট ডেস্কঃ এলাকায় দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিত। এক ডাকে সকলে চেনেন তাঁকে। স্বাভাবিকভাবেই পুরসভার ভোটে একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। অবশ্য শেষ পর্যন্ত জোটে পরাজয় আর সেই খবর সামনে আসতেই সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কংগ্রেস (Congress) নেতা হরিনারায়ণ গুপ্তা (Harinarayan Gupta)। এই ঘটনায় কংগ্রেস নেতাকর্মীদের পাশাপাশি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশে রেওয়ার হনুমানা অঞ্চলে কংগ্রেসের হয়ে লড়াই করেন হরিনারায়ণ গুপ্তা। এলাকার মণ্ডল সভাপতি পদে নিযুক্ত ছিলেন তিনি। অপরদিকে, এলাকাবাসীদের মধ্যেও বিশাল জনপ্রিয়তা ছিল হরিনারায়ণবাবুর। ফলে জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত ছিলেন তিনি। কিন্তু এদিন ভোট গণনার শুরু থেকেই চিত্র খানিকটা বদলাতে শুরু করে এবং শেষ পর্যন্ত এলাকায় নির্দল প্রার্থীর কাছে মাত্র ১৪ ভোটে হার স্বীকার করেন কংগ্রেস নেতা।

সূত্রের খবর, পরাজয় স্বীকার করতে না পেরেই হার্ট অ্যাটাক হয়ে শেষপর্যন্ত মারা যান কংগ্রেস নেতা। হরিনারায়ণবাবুর পরাজয়ের খবর সামনে আসতেই হতবাক হয়ে পড়ে কংগ্রেস কর্মী-সমর্থক থেকে শুরু করে এলাকাবাসীরা। প্রিয় নেতার পরাজয় কিছুতেই মেনে নিতে পারে না কেউই। তবে শেষপর্যন্ত যে কংগ্রেস নেতার মৃত্যু ঘটবে, তা কখনোই আশা করতে পারেনি পরিবারের সদস্যরা। এই ঘটনায় ইতিমধ্যে হরিনারায়ণ গুপ্তাকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছে বহু মানুষ।

Harinarayan gupta

উল্লেখ্য, এদিন মধ্যপ্রদেশের মোট ৪১৩ টি পুরসভা কেন্দ্রে ফল ঘোষণা হয়, যার মধ্যে রেওয়া অঞ্চলে ১১ টির মধ্যে ৬ টিতে ইতিমধ্যে ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। হরিনারায়ণবাবুর কেন্দ্র ছাড়া অন্য সকল কেন্দ্রেই দেখা গিয়েছে বিজেপির জয়জয়কার।

Sayan Das

সম্পর্কিত খবর