মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদের জের? গ্রেফতার কং নেতা তথা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচী

বাংলা হান্ট ডেস্কঃ ভোররাতে বাড়িতে পৌঁছে যায় পুলিশ। এরপর থেকেই তল্লাশি চলছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) বাড়িতে। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর অবশেষে গ্রেফতার করা হল কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে।

সূত্রের খবর, শনিবার কাক ভোরে কংগ্রেস নেতা (Congress Leader) কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে পৌঁছায় কলকাতা পুলিশের একটি টিম৷ সকাল পর্যন্ত সেখানেই ছিলেন তারা। টানটান উত্তেজনার মধ্যেই কৌস্তভ ফেসবুকে পোস্ট করেন লেখেন, ‘অবশেষে গ্রেফতার হলাম।’

আইনজীবীর পরিবারের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই কৌস্তভের বিরুদ্ধে এই অ্যাকশন। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করার কারণেই হঠাৎ তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে দাবি করছেন এই তরুণ কংগ্রেস নেতাও। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যে আমাকে এতটা ভয় পাবেন, আমি ভাবিনি। এটা তো আমার নৈতিক জয়।’

kaustav bagchi

কৌস্তভ বলেন, রাত ৩ টে নাগাদ হঠাৎই তার বাড়িতে কলিং বেল বাজে। দরজা খুলে তিনি দেখেন পুলিশ বাহিনী। ঢুকেই আইনজীবীকে গ্রেফতার করার কথা বলা হয়। তবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে কি না তা দেখতে চান কৌস্তভ। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। অবশেষে এদিন সকালে গ্রেফতার করা হয় তাকে। কংগ্রেস নেতার বাড়িতে পুলিশ যাওয়ার খবর পেয়ে তার বাড়ির সামনে বন্ধুবান্ধবরা ও বেশ কিছু সিপিএম-কংগ্রেস কর্মীও জড়ো হয়েছেন বলে জানা গিয়েছে৷ পুলিশের গাড়িতে কৌস্তভকে তোলার সময় পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় উপস্থিত কর্মী সমর্থকদের।

প্রসঙ্গত, কংগ্রেসের দাবি সাগরদিঘি নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করেন। এরই প্রতিবাদ করেছিলেন কৌস্তভ। তারজন্যই এই গ্রেফতারি বলে মনে করছেন কংগ্রেস নেতা। এদিন গ্রেফতারির পর রাজ্যের উদ্দেশে ক্ষোভ উগরে দেন কৌস্তভ। জোর গলায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই শুরু হল। লড়াই হবে আইনি পথেও। আমার নাম কৌস্তভ বাগচী, আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই।’ ‘রাতের ঘুম উড়িয়ে দেব’।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর