Bangla Hunt Desk: মধ্যপ্রদেশে নির্বাচনের সময় যত এগিয়ে আসতে রাজনৈতিক উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ (Kamal Nath) এক নির্বাচনী সভায় বক্তৃতা দিতে গিয়ে বিজেপি মন্ত্রী ইমারতি দেবীর (Imarti Devi) বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছেন। যা শুনে ছিছিক্কার পড়ে গেছে রাজনৈতিক মহলে।
কমলনাথের মন্তব্য
মন্ত্রী পরিষদীয় মন্ত্রী ইমারতি দেবী কংগ্রেস পরিত্যাগ করে বিজেপি দলে নাম লিখিয়েছেন। এই বিষয়কে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ ভরা সভায় ইমারতি দেবী সম্পর্কে বলেছিলেন, ”আপনি তো ওনাকে আমার থেকেও বেশি ভালো করে চেনেন। উনি কি রকম ‘আইটেম’, সে বিষয়ে আমাকে আগেই আপনার সতর্ক করা উচিত ছিল”।
#WATCH: Our candidate is not like her… what's her name? (people shout Imarti Devi, who is former State Minister) You know her better and should have warned me earlier… ye kya item hai: Former Madhya Pradesh CM & Congress leader Kamal Nath pic.twitter.com/eW76f2z8gU
— ANI (@ANI) October 18, 2020
পাল্টা জবাব দিলেন মন্ত্রী ইমারতি দেবী
প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেন মন্ত্রী ইমারতি দেবী। তিনি বলেন, আমি যদি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ অরি তাতে আমার কি দোষ হতে পারে? আমি দলিত হলে, আমার কি দোষ? আমি সোনিয়া গান্ধীর কাছে অনুরোধ করছি, এই ধরনের লোককে দলে রাখবেন না,যে মানুষ মহিলাদের সম্মান করতে পারে না। আপনি তো একজন মা। ওনার থেকে এই ধরনের কথা শোনার পর যে কোন মহিলা এগিয়ে যেতে পারেন’।
What's my fault if I was born in a poor family? What is my fault if I belong to Dalits? I want to appeal to Sonia Gandhi, who is also a mother, to not keep such people in her party. If such words will be used for women then how can any woman move forward?: BJP leader Imarti Devi https://t.co/YSbqd8PHGH pic.twitter.com/JiYmhxQ0bH
— ANI (@ANI) October 18, 2020
এই ঘটনার পরবর্তীতে মধ্য প্রদেশের বিজেপি ইউনিট প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। এমনকি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও এবিষয়ে নিজের মন্তব্য ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘একজন মহিলা যিনি শ্রমিক হিসাবে অনেক কষ্টের পর একজন মন্ত্রীর পদ পয়েছেন, তাঁর বিষয়ে কমলনাথের এমন মন্তব্য শুনে মন যন্ত্রনায় ভরে যাচ্ছে’।