‘ওনার কাজের প্রশংসা না করে থাকা যায় না’, কৌস্তভের মুখে শুভেন্দু স্তুতি, এবার তবে দলবদল?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে বারংবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। বর্তমানে চর্চায় কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য শোনা গেল কৌস্তভবাবুর মুখে। একেবারে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসায় পঞ্চামুখ তরুণ কং নেতা। যা নিয়ে তুঙ্গে শোরগোল।

ঠিক কী বলেছেন তিনি? শুভেন্দু অধিকারীর ‘প্রশংসা’ করে কৌস্তভ বলেন, ‘বিরোধী দলনেতার পারফরম্যান্সকে ছোট করে দেখা যাবে না, তৃণমূলকে উৎখাত করার জন্য আমার কাছে শুভেন্দু অচ্ছুৎ নন।’

কৌস্তভের কথায়, ‘বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার জায়গা নেই। বিজেপিতে থেকে তিনি সবটা করতে পারছেন না, এর জন্য একটি বিকল্প রাজনীতি প্রয়োজন। আমাদের সময়ও একজন বিরোধী দলনেতা ছিলেন, যাকে সাধারণ মানুষ জানতেনই না, এখন বিরোধী দলনেতা কে মানুষ জানেন।’

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বড় খবর! এবার একজোটে উঠে এল ১৪৬ জনের নাম, তালিকা দেখা ‘থ’ খোদ CBI

নন্দীগ্রামের বিধায়কের প্রশংসা করে কৌস্তভ বলেন, “বিরোধী দলনেতার পারফরম্যান্সকে ছোট করে দেখা ঠিক হবে না।” কৌস্তভ আরও বলেন, ‘তৃণমূলকে উৎখাত করার জন্য আমার কাছে শুভেন্দু অধিকারী অচ্ছুৎ নন, বিজেপির সঙ্গে মতান্তর থাকতেই পারে, ওনাকে আমি অচ্ছুৎ মনে করি না। ধৈর্য ধরুন, রাজনীতি ইন্টারেস্টিং দিকে এগোচ্ছে।’

কৌস্তভের এহেন মন্তব্যে তার দলবদলের জল্পনা জোড়ালো হতে থাকে। তাহলে কী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন কৌস্তভ? উঠছে প্রশ্ন। যদিও এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৌস্তভ জানায়, ‘আমি কী বলেছি বিজেপি অচ্ছুৎ নয়? আমি কি একবারও বলেছি বিজেপিতে যাচ্ছি? যা করেছি মাথা উঁচু করে করেছি।”

kaustav bagchi

আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় খবর! পুজোর আগেই ১৩০০০ চাকরি, কপাল খুলবে এই প্রার্থীদের

শুভেন্দু প্রসঙ্গে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়ে কৌস্তভ বলেন, “আমি বলেছি ২০১৬ সালে আমাদের একজন বিরোধী দলনেতা ছিলেন,মানুষ জানতেনই না। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে কাজ করছেন, সেই পারফরম্যান্সকে ছোট করে দেখা যাবে না! শুভেন্দু অধিকারীর কাজকে কোনওভাবেই প্রশংসা না করে থাকা যায় না, তাই প্রশংসা করেছি।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর