বাংলা হান্ট ডেস্কঃ “আপনাকে নেতা হিসাবে মানাটা আমাদের জন্য লজ্জাজনক।” দিল্লিতে তৃণমূলের হয়ে মামলা লড়ছেন নামী কং নেতা (Congress leader) তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Singhvi)। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেও সওয়াল করেন জাতীয় স্তরের এই কংগ্রেস নেতা।
যেখানে রাজ্যে সর্বদা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বঙ্গ কংগ্রেসের নেতারা সেখানে আইনজীবী মনু সিঙ্ঘভির এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী তথা জনপ্রিয় কং নেতা কৌস্তুভ বাগচী (Kaustav Bagchi)। তৃণমূল ও রাজ্য সরকারের হয়ে মামলা লড়ায় বর্ষীয়ান এই আইনজীবীকে কড়া চিঠিও দিলেন কৌস্তভ।
ঠিক কি লিখলেন তরুণ কং নেতা? এদিন তিতিবিরক্ত হয়ে রাজ্যসভার সাংসদকে লেখা চিঠিতে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচী লেখেন, “আপনার জন্য বাংলার কংগ্রেস নেতা-কর্মীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পেশাদার আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, সেটা ঠিক করার অধিকার আপনারই। কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসেবে দল ও কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না আপনি।”
কৌস্তভের সংযোজন, “পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আপনি যখন সেই দলের নেতার হয়েই আদালতে লড়াই করছেন, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় কংগ্রেসের নেতা-কর্মীরা আজ সমস্বরে বলছেন, ‘আমরা আপনার জন্য লজ্জিত’।”
প্রসঙ্গত, দুদিন আগে সুপ্রিম কোর্টে অভিষেকের পক্ষে সিঙ্ঘভির করা সওয়ালের ভিত্তিতেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতির দুটি মামলা সরানোর নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। সেই প্রসঙ্গে পূর্বেই ক্ষোভ উগরে দিয়ে কৌস্তভ বলেন, ‘‘কলকাতা হাই কোর্টে যদি অভিষেক মনু সিঙ্ঘভি তৃণমূল বা রাজ্য সরকারের হয়ে মামলা লড়তে আসেন, তা হলে পি চিদম্বরম যখন রাজ্য সরকারের হয়ে মামলা লড়তে কলকাতা হাইকোর্ট এসেছিলেন, সেই সময় আমি যা করেছিলাম আবারও তাই করব।’’ আর আজ সরাসরি পত্রাঘাত! যদিও এই নিয়ে সিঙ্ঘভির কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি।