বাংলাহান্ট ডেস্ক : এ যেন কোন প্রচলিত ধারাবাহিকের গল্প, পরকীয়া প্রেমের সাথে পলিটিকাল পাঁচফোড়ন। স্কান্ডেল রটে গিয়ে আপাতত রাজনীতি থেকে লং ডিস্টেন্স রিলেশনসিপে কংগ্রেস নেতা ভরতসিন সোলাঙ্কি। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে, কিছুদিনের অবকাশ নিচ্ছেন। আপাতত কেবল সমাজসেবামূলক কাজেই দেখা যাবে তাকে। মূলত পারিবারিক কেলেঙ্কারীতে জর্জরিত সোলাঙ্কিবাবু।
আর কয়েকদিন পরেই গুজরাতের বিধানসভা নির্বাচন। তার আগে সোলাঙ্কির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো সৌজন্যে তাঁরই স্ত্রী রেশমা প্যাটেল। ভিডিয়োতে একটি ঘরের দরজা ঠেলে প্রবেশ করছেন রেশমা, সামনে দাঁড়িয়ে এক অল্পবয়সি মহিলা। আক্রোশে সে মহিলার দিকে তেড়ে যাচ্ছেন তিনি। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করেন সোলাঙ্কি, যদিও স্ত্রী রেশমাকে সামলাতে পারছিলেন না তিনি। এর পরেই রেশমা সরাসরি মহিলার চুলের মুঠি ধরে মারপিট শুরু করেন। বিষয়টা স্পষ্ট হলে বোঝা যায়, ওই মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের ব্যাপারে জানতে পেরে গেছিলেন সোলাঙ্কির স্ত্রী রেশমা।
ভারতসিনের নাম গুজরাতের রাজনীতিতে খুবই পরিচিত । পিতা মাধবসিন সিংহ সোলাঙ্কি ছিলেন চন্দ্রশেখর সরকারের সময় বিদেশমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। আর সোলাঙ্কি, আনন্দ লোকসভা আসন থেকে ২০০৪ ও ২০০৯ সালে পর পর দু’বার সাংসদ হয়েছিলেন। কেন্দ্রের মন্ত্রী পদেও ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সময়ে। ছিলেন গুজরাত প্রদেশ কংগ্রেসের সভাপতিও।
https://twitter.com/dhaval8456/status/1531925186915622913?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1531925186915622913%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fcongress-leader-of-gujrat-who-was-caught-with-girlfriend-by-wife-in-viral-video-takes-break-from-politics-dgtl%2Fcid%2F1348486
আপাতত সাংসারিক কলহ মোড় ঘুরিয়ে চলেছে প্রতিনিয়ত। জানা গিয়েছে, কংগ্রেস থেকেই ভরতসিনকে আপাতত রাজনীতি থেকে সাময়িক দূরত্ব বজায় রাখতে বলা হয়। তবে ভরতসিন জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই আপাতত কিছু দিন তিনি রাজনীতি থেকে আড়াল হতে চান। একই সঙ্গে স্ত্রী রেশমার বিরুদ্ধেও নানা অভিযোগ এনেছেন প্রকাশ্যে। এর পিছনে রাজনৈতিক কারণ দেখছেন প্রাক্তন মন্ত্রী। স্ত্রী সাথে থাকেন না অনেকদিন। বিবাহবিচ্ছেদ নিয়ে চলছে মামলাও। বিরোধী শিবিরের চক্রান্ত কিনা খতিয়ে দেখবেন, জানালেন তিনি।