মূল্যবৃদ্ধি হওয়ায় গ্যাস সিলিন্ডার পাশে রেখে প্রেস কনফারেন্স! অভিনব পদ্ধতিতে বিরোধিতা করলেন কংগ্রেস প্রবক্তা

গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ইস্যুতে কংগ্রেস পার্টি মোদী সরকারের বিরুদ্ধে মোর্চা খুলে দিয়েছে। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমন করতে এবার কংগ্রেসকে অভিনব পদ্ধতি অবলম্বন করতে দেখা গেল। কংগ্রেস প্রবক্তা সুপ্রিয়া শ্রীনেত খালি গ্যাস সিলিন্ডার পাশে রেখে প্রেস কনফারেন্স করেন।

সুপ্রিয়া শ্রীনেত বলেন, মোদী সরকার কৃষকদের সাথে বর্বরতা করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। আর এখন রান্নাঘরের খরচ বৃদ্ধি করে মানুষের কোমর ভাঙার কাজ করছে মোদী সরকার। কেন্দ্র সরকার সাধারণ জিনিসপত্রের দামে মূল্যবৃদ্ধিতে আগুন লাগিয়ে দিয়েছে।

IMG 20210215 203659

সুপ্রিয়া শ্রীনেত বলেন, পেট্রোল ডিজেলের দাম ১০০ টাকা পেরিয়ে গেছে। এটা সকলেই জানেন আর এখন রান্নার গ্যাসের দাম ১০ দিনের মাথায় ৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে। 4 ফেব্রুয়ারি গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বৃদ্ধি হয়েছিল। আর এখন সেই দাম ৫০ টাকা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে।

কংগ্রেস প্রবক্তা বলেন, এই সরকারের লজ্জা হওয়া উচিত। পুরো অর্থব্যবস্থা ভেঙে পড়েছে। বেকারত্ব চরম সীমায় পৌঁছে গেছে। আর এখন সরকার মুল্যবৃদ্ধিতে আগুন লাগিয়ে দিয়েছে। জানিয়ে দি, সুপ্রিয়া শ্রীনেত একজন সাংবাদিক ছিলেন যিনি কিছু সময় আগেই রাজনীতিতে প্রবেশ করেছেন।


সম্পর্কিত খবর