বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর বিধানসভা (Delhi Election) নির্বাচনে কংগ্রেস (Congress) প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে নেমেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার একটি জনসভা করেন। ওই জনসভায় মোদী সরকারের (Modi Sarkar) উপর তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। কেরলের ওয়ানাড এর সাংসদ রাহুল গান্ধী বলেন, সবকিছু বিক্রি করে দিচ্ছে। এবার হয়ত তাজমহলও বিক্রি করে দেবে।
Congress leader Rahul Gandhi: Narendra Modi coined good slogan of Make in India but not a single factory has been set up. They are selling everything – Indian Oil, Air India, Hindustan Petroleum, Railways & even Red Fort. They may sell even the Taj Mahal. #DelhiElections2020 pic.twitter.com/oKZE4PBtly
— ANI (@ANI) February 4, 2020
দিল্লীর জংপুরায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেন আজকাল বিজেপির নেতারা দেশভক্তির কথা বলছে। সকাল সন্ধ্যে পাকিস্তান-পাকিস্তান চিলাচ্ছে। আপনারা আমাকে বিজেপির একটি নেতা দেখান, যিনি পাকিস্তান গিয়ে হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার দম রাখে।
বিজেপি আর আম আদমি পার্টির উপর আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, বিজেপি হোক আর আম আদমি পার্টি হোক, এরা কাজ কেউ করেনা, শুধু নিজেদের মার্কেটিং করে। ২৪ ঘণ্টা আপনাদের পয়সা নিয়ে নিজেদের মার্কেটিং আপনাদের সামনে করে। মোদীজি বলেছিলেন, প্রতি বছর দুই কোটি যুবদের চাকরি দেবেন। পেয়েছে কেউ? দিল্লীতে কেজরীবাল সরকার রোজগারের জন্য কি করেছে? নোটবন্দি কংগ্রেস করেছিল? না নরেন্দ্র মোদী? গব্বর সিং ট্যাক্স কে এনেছে?
Congress leader Rahul Gandhi in Delhi: In an interview, Finance Minister Nirmala Sitharaman was asked how many jobs were created? She said, "If I give you any number, Rahul Gandhi would go after me and say that I am lying". FM is not ready to speak about job creation. pic.twitter.com/B5p9LLHyz1
— ANI (@ANI) February 4, 2020
রাহুল গান্ধী বাজেট ভাষণ নিয়ে কথা বলার সময় বলেন, মন্ত্রী এটা বলার জন্য প্রস্তুত না যে উনি কতজন যুবদের চাকরি দিয়েছে। তিন ঘণ্টার ভাষণে যুবদের কৃষকদের জন্য কিছুই ছিলোনা! শুধু গলাবাজি ছিল। দেড় লক্ষ কোটি টাকার কর্পোরেট ট্যাক্স মাফ। সাড়ে তিন লক্ষ কোটি শুধুমাত্র ১৫ জনকেই মাফ করা হয়েছে। কৃষকদের টাকা, যুবকদের টাকা, আপনার টাকা নোটবন্দি করে ১৫ জনের হাতে তুলে দিয়েছে। আপনারা সেই নাম গুলো জানেন।