বিপাকে মোদী! এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা, রাহুলের মতোই হবে সাজা?

বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ বছর আগে সংসদে দাঁড়িয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বিরুদ্ধে এবার মানহানি মামলা (Defamation Case) করার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী (Renuka Chowdhury)। ২০১৮ সালে সংসদেই রেণুকাকে ‘শূর্পণখা’র সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী। এই ইস্যুকে হাতিয়ার করেই এবার ময়দানে কং নেত্রী।

এদিন একটি টুইটে প্রধানমন্ত্রীর ভিডিয়ো পোস্ট করে কংগ্রেস নেত্রী লেখেন, “আদালত কত দ্রুত ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে আছি।” প্রসঙ্গত, গতকালই মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার পাল্টা বিজেপিকে বিধঁতে সোজাসুজি প্রধানমন্ত্রীকে টার্গেট করে ময়দানে নামল কংগ্রেস।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজ্যসভার সংসদে দাঁড়িয়েই রেণুকা চৌধুরীকে ‘শূর্পণখা’র সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কী হয়েছিল সেইদিন? ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বাজেট অধিবেশনের জবাবি ভাষণ চলাকালীনই বিরোধীদের হট্টগোলের মধ্যে হঠাৎ হেসে ওঠেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী।

সেইসময় রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন বেঙ্কাইয়া নায়ডু। নেত্রীর হাসি শুনে তাকে তিরস্কার করেন নায়ডু, সেই সময়ই রেণুকাদেবীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন,”রেণুকাজিকে কিছু বলবেন না। রামায়ণ (Ramayana) সিরিয়ালের পর এই প্রথম এই ধরনের হাসি শুনলাম।” এদিন প্রধানমন্ত্রীর সেই ভাষণের ভিডিও শেয়ার করে টুইট করেন কংগ্রেস নেত্রী।

রেণুকার অভিযোগ, সেদিন রাজ্যসভায় তাকে শূর্পনখার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী। এই ইস্যুতে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, “২০১৮-র ৭ ফেব্রুয়ারি রাজ্যসভায় তুমুল হইহট্টগোলের মধ্যে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময় রেণুকা চৌধুরীকে নিয়ে মন্তব্য করেন তিনি। তবে কোথাও তাঁকে শূর্পনখা বলা হয়নি।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর