মোদী সরকার করোনাভাইরাস নিয়ে ঠিক কাজ করছে! রাহুল গান্ধী বিরুদ্ধে গিয়ে মত কংগ্রেসের দিগগজ নেতার

বাংলা হান্ট ডেস্কঃ চীনের (China) খতরনাক করোনাভাইরাস (Corona virus) এবার ভারতে (India) এসে পৌঁছেছে। ভারতে এখনো পর্যন্ত ৯৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ছে। আর তিনজনের মৃত্যু হয়েছে। ভারত সরকার করোনাভাইরাস সংক্রমণ থামানোর জন্য সবরক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোদী সরকার (Modi Sarkar) যেমন একদিকে করোনাভাইরাসকে কাবু করার চেষ্টা করছে, তেমনই বিদেশ মন্ত্রালয় অন্যান্য দেশে ফেঁসে থাকা ভারতীয়দের উদ্ধার করে চলেছে।

কেন্দ্রের মোদী সরকার ইরানে ফেঁসে থাকা ২৩৪ জন ভারতীয়কে সুরক্ষিত দেশে ফেরত নিয়ে এসেছে। ইরানে ফেঁসে যাওয়া ভারতীয়দের মধ্যে বেশরভাগই তীর্থযাত্রী ছিল। তাঁদের সবাইকে উদ্ধার করে রাজস্থানের জয়সেলমের এর সেনার আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। মোদী সরকারের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এই প্রচেষ্টাকে কংগ্রেসের বরিষ্ঠ নেতা আনন্দ শর্মা (Anand Sharma) বলেছেন, মোদী সরকার যথাসম্ভব চেষ্টা করছে এতে কোন সন্দেহ নেই।

কংগ্রেস নেতার এই বয়ানের পর করোনাভাইরাস নিয়ে কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। কংগ্রেসের সাংসদ তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) একদিকে করোনাভাইরাস ইয়ে মোদী সরকারে (Modi Sarkar) প্রচেষ্টাকে বেকার বলে আখ্যা দিয়েছেন। তেমনই আরেকদিকে কংগ্রেসের বরিষ্ঠ নেতা আনন্দ শর্মা (Anand Sharma) এই প্রচেষ্টাকে সন্তোষজনক বলেছেন। রাহুল গান্ধী বলেছিলেন, করোনাভাইরাস নিয়ে মোদী সরকারের প্রচেষ্টা বেকার, সরকার তেমন কিছু উদ্যোগই নেয়নি।

কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকারের কাজে সন্তোষ জাহির করে বলেছেন, আমি মোদী সরকারের তরফ থেকে নেওয়া পদক্ষেপ আর করোনা ভাইরাস চেক করার জন্য নেওয়া প্রস্তুতিতে সন্তুষ্ট। উনি বলেন, স্বাস্থ মন্ত্রালয় বিশ্ব স্বাস্থ সংগঠনের সমস্ত প্রোটোকল পালন করছে, এই মারক ভাইরাসের সাথে লড়ার জন্য যা যা করণীয় সেগুলো সব করা হচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর