বাংলা হান্ট ডেস্কঃ বিরোধীদের কাজ সরকারের কাজের সমালোচনা করা ঠিকই, তবে তা কেবল অপ্রয়োজনীয় তিক্ত সমালোচনা নয়। সরকারের ভালো কাজকে সঠিকভাবে তুলে ধরা এবং তার প্রশংসা করা গণতন্ত্রে বিরোধীদের কাজের মধ্যে পড়ে। সেই কারণেই গণতন্ত্রে বিরোধিতা ভীষন জরুরী, কারণ তা সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করে। যদিও বেশির ভাগ ক্ষেত্রে এই বিষয়টিকে নীতিবাক্য হিসেবে বইয়ের ভেতর বন্দী থাকতেই দেখা যায় প্রায় সরকারি সমস্ত কাজেরই সমালোচনায় মত্ত হন বিরোধীরা।
এবার এরই ব্যতিক্রম দেখা গেল কংগ্রেস নেতা শশী থারুরের (Shashi Tharoor) ভাষায়। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা এর আগেও সরাসরি সরকারের ভালো কাজ নিয়ে প্রশংসায় মুখর হয়েছেন। আজও কোউইন অ্যাপের তারিফ করে তিনি বলেন, “আমি সবসময় সরকারের ভালো কাজের স্বীকৃতি ও প্রশংসা করেছি। কো-উইন এর সমালোচক হিসাবে আমাকে বলতেই হবে যে তারা এটি আশ্চর্যজনক কাজ করেছে। ৯০১৩১৫১৫১৫ নম্বরে ‘ডাউনলোড সার্টিফিকেট’ লিখে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান, আপনি ওটিপি পাবেন এবং আপনার ভ্যাকসিনেশন সার্টিফিকেট পাবেন। সহজ এবং দ্রুত। ”
I’ve always acknowledged & praised the Government when it merits it. As a critic of #Cowin, let me say they’ve done something terrific. Send a @WhatsApp message “download certificate” to 90131 51515, receive OTP & get your vaccination certificate back by @WhatsApp. Simple&fast!
— Shashi Tharoor (@ShashiTharoor) August 8, 2021
প্রসঙ্গত, কেন্দ্র সরকারের ভ্যাকসিন নীতি ও প্রয়োজনীয় ভ্যাকসিনের অভাবের বিরুদ্ধে এর আগেও সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। তবে অন্তত কো-উইন অ্যাপের কাজে যে খুশি শশী থারুর তা জানাতে দ্বিধা করলেন না তিনি। এর আগেও তিনি বলেছেন, “আমি গত ৬ বছর ধরেই বলে আসছি নরেন্দ্র মোদী (Narendra Modi ) কিছু ভালো বললে বা করলে তার প্রশংসা করা জরুরি।” তিনি এও বলেন আমি খুশি যে বিপক্ষের অন্য নেতারাও একথা মানতে শুরু করেছেন।
প্রসঙ্গত, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে বিপক্ষ যে আস্তে আস্তে জনতার মন থেকে হারিয়ে যাবেন তা ভালোই জানেন এই বর্ষিয়ান কংগ্রেস নেতা। আর তাই তার বার্তা কিছু ভালো হচ্ছে তার জন্য যেমন প্রশংসা করতে হবে, তেমনি যা কিছু খারাপ হচ্ছে তা নিয়ে কড়া প্রতিবাদ গড়ে তুলতে হবে। যাতে জনতাও বুঝতে পারেন সত্যি করেই তাদের স্বরের প্রতিনিধিত্ব করছেন বিরোধিরা।