বড় খবর: না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের কংগ্রেস সভাপতি সোমেন মিত্র!

বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত হলেন রাজ্যের কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বেশ কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বিগত কিছুদিন যাবত কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত ছিলেন। অবশেষে বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা। রবিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফোন করে ওনার শারীরিক অবস্থার খবরও নিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যে সোমেন বাবুর পেসমেকারও বদলানো হত বলে খবর। তবে তাঁর আগেই তিনি চলে গেলেন। ওনার প্রয়াণে রাজ্যের রাজনীতি মহলে শোকের ছায়া।

https://twitter.com/INCWestBengal/status/1288585490933981185

Koushik Dutta

সম্পর্কিত খবর