রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার জের! বিচারকের জিভ টেনে ছিঁড়ে ফেলার হুমকি কংগ্রেস নেতার

বাংলা হান্ট ডেস্ক : রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। প্রাক্তন সংগ্রেস সভাপতির দু’বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে সুরাট আদালত (Surat Court)। যে বিচারক এই সাজা শুনিয়েছেন সেই বিচারককেই এবার হুমকি দিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) এক কংগ্রেস নেতা। তামিলনাড়ুর এক জেলার কংগ্রেস সভাপতি মানিকান্দন সুরাট আদালতের ওই বিচারককে হুমকি দিয়ে বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে আপনার জিভ কেটে নেব।’

সুরাটের আদালতে রাহুলের কারাদণ্ডের সাজা নিয়ে কংগ্রেসের মধ্যে ক্ষোভ রয়েছে। বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে সরব হয়েছে কংগ্রেসের একাধিক নেতা। তামিলনাড়ুর এই কংগ্রেস নেতা রাহুলের সাংসদ পদ বাতিলের প্রতিবাদ করে বলেন, ‘২৩ মার্চ সুরাটের আদালতের বিচারক আমাদের নেতা রাহুল গান্ধীকে ২ বছরের সাজা দিয়েছেন। শুনে রাখুন, কংগ্রেস (Congress) যখন ক্ষমতায় আসবে, আমরা আপনার জিভ কেটে নেব।’ এই মন্তব্যের জেরে কংগ্রেসের ওই নেতার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

rahul

‘মোদি’ পদবিধারীদের অপমানের জেরে গত ২৩ মার্চ সুরাটের নিম্ন আদালতের বিচারক রাহুল গান্ধীকে ২ বছরের সাজা শোনান। সেই কারাদণ্ডের সাজার পর সাংসদ পদ হারাতে হয় কংগ্রেস নেতাকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন রাহুল।

রাহুলের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের এক বিজেপি বিধায়ক। চার বছর ধরে সেই মামলার শুনানি চলে সুরাটের আদালতে। অবশেষে চলতি বছরের ২৩ মার্চ বিচারক রাহুলকে কারাদণ্ডের সাজা শোনায়।

সেই সাজার বিরুদ্ধে রাহুল (Rahul Gandhi) সুরাটেরই সেশনস কোর্টে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে কংগ্রেস নেতার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। এরই মধ্যে বিচারকের জিভ কেটে নেওয়ার হুমকি দিয়ে বিতর্ক সৃষ্টি করলেন তামিলনাড়ু কংগ্রেস ওই নেতা। তবে জাতীয় কংগ্রেস এই বিতর্কিত মন্তব্যের দায় নিতে নারাজ বলেই জানা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর