বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar Doctor rape and murder case) কাণ্ডের প্রতিবাদে রাজনৈতিক দল থেকে সমাজের সকল শ্রেণীর মানুষেরা পথে নেমেছেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় রাজপথ। পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে শহর। খণ্ডযুদ্ধের জেরে আহত হয়েছে দু’পক্ষই। প্রচুর পরিমাণে বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সেই সকল ছাত্রদের মুক্তির দাবিতে ইতিমধ্যেই লালবাজারের সামনে ধর্নায় বসেছে বিজেপি। এবার এই আবহেই আর জি কর ইস্যুতে পথে নামতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ কংগ্রেস (Congress)।
হাইকোর্টে (Calcutta High Court) কংগ্রেস
আর জি কর ঘটনায় প্রতিবাদে কলকাতায় মিছিল করতে চায় হাত শিবির। আগামী ২৯ তারিখ বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করতে চায় তারা। এই বিষয়ে অনুমতি চেয়ে আগেই পুলিশকে জানানো হয়েছে। তবে ‘স্বভাবসিদ্ধ’ ভাবেই অনুমতি দেয়নি পুলিশ। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস।
মঙ্গলবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন কং নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায়। তাদের মামলা দায়েদের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামীকাল বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: OBC সার্টিফিকেট বাতিল মামলায় বড় আপডেট! জয় পেল রাজ্য? কী রায় দিল সুপ্রিম কোর্ট?
প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি। শ্যামবাজারেও তাদের কর্মসূচি হচ্ছে। তবে গেরুয়া শিবিরের বরাবরই অভিযান রাজ্যে বিরোধীদের মিছিল মিটিংয়ের কোনো অনুমতি দেয়না মমতার পুলিশ। এবার এই একই অভিযোগ তুলল কংগ্রেস। তাদেরও দাবি পুলিশ অনুমতি না দেওয়ায় বাধ্য হয়ে তাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে।