বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসে (Congress) বড়সড় রদবদল ঘটে গেলো। গুলাম নবী আজাদকে (Ghulam Nabi Azad) হরিয়ানার মহাসচিব পদ থেকে সরানো হয়েছে। সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) জন্য বানানোর পরামর্শদাতা সমিতিতেও জায়গা পান নি তিনি। গোলাম নবী আজাদ আর আনন্দ শর্মা এখন শুধু ওয়ার্কিং কমিটির সদস্য। জিতেন প্রসাদকে বাংলার পর্যবেক্ষক করা হয়েছে। আর এই ফের বদলে কপিল সিব্বলেরও পদ কেড়ে নেওয়া হয়েছে।
আরেকদিকে, আশা কুমারীকে পাঞ্জাব থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। হরিশ রাওয়াত এখন পাঞ্জাব কংগ্রেসের মহাসচিব পদ সামলাবেন। দলের নেতা এবং রাহুল গান্ধী ঘনিষ্ঠ বলে পরিচিত রণদীপ সিং সুরজেওয়ালার পদন্নোতি হয়েছে। উনি মহাসচিব পদে বজায় থাকবেন এবং সোনিয়া গান্ধীর পরামর্শদাতাও থাকবেন। কংগ্রেসের কার্যসমিতিতে রাহুল গান্ধী এখনো বড় পদেই আছেন। সোনিয়া গান্ধী, মনমোহন সিং এরপর ওনার স্থান তৃতীয়। রাহুল গান্ধীর পছন্দের নেতা মধুসূদন মিস্ত্রীরও পদোন্নতি হয়েছে।
আপনাদের জানিয়ে দিই, কিছুদিন আগে কংগ্রেসের সভাপতির বদল চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন কংগ্রেসরই ২৩ জন নেতা। আর তাঁদের মধ্যে কপিল সিব্বল, গুলাম নবী আজাদরা অন্যতম ছিলেন। এই চিঠি কাণ্ড সামনে আসতেই কংগ্রেসে ভুমিকম্প সৃষ্টি হয়। এমনকি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সেই নেতাদের বিজেপির এজেন্ট বলেও অভিহিত করেন।
এরপর কপিল সিব্বলের সাথে রাহুল গান্ধীর মনোমালিন্য সবার সামনে চলে আসে। যদিও কিছুপরেই ড্যামেজ কন্ট্রোল করে সামলে নেই দুই পক্ষই। আর সেই চিঠি কাণ্ডের পর দলে রদবদলে এবার সেই প্রধান নেতাদের অবনতি নিয়ে উঠেছে নানান প্রশ্ন।