বিধানসভায় জামানত বাজেয়াপ্ত! সেই অসমেই লোকসভায় প্রার্থী দেবে তৃণমূল, কংগ্রেসের সঙ্গে দর-কষাকষি

বাংলা হান্ট ডেস্ক: আগামী লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি তৃণমূল (TMC)। তবে তার বেশি নয়। এবার অসমে (Assam) পাল্টা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল কংগ্রেস (Congress)। প্রাথমিকভাবে এমনটাই ইঙ্গিত মিলেছে কংগ্রেসের সদর দপ্তর থেকে।

সম্প্রতি, কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের অসমের রাজ্য সভাপতি রিপুন বোরা (Ripun Bora)। সেখানেই কার্যত চূড়ান্ত হয়েছে যে, আসন্ন লোকসভা নির্বাচনে অসমে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস।

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী লোকসভা ভোটে (Loksabha Election 2024) দুই থেকে পাঁচটি আসনে প্রার্থী দিতে চাইছে জোড়াফুল শিবির। অসম থেকে সেই খবর দিল্লিতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কংগ্রেসের এই বিষয়ে তেমন কোনও আপত্তি নেই। তবে তারা শুধু দেখতে চাইছে তৃণমূল কটি আসন চাইছে।

উল্লেখ্য, মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র মতো দলগুলি দ্রুত আসন সমঝোতার দাবি তুলেছিল। তাদের বক্তব্য, আসন সমঝোতার বিষয়টি স্পষ্ট হয়ে গেলে এখন থেকেই লোকসভা ভোটের জন্য ঝাঁপিয়ে মাঠে নামা যাবে। যদিও কংগ্রেস এই নিয়ে ‘ধীরে চলো’ নীতি নিতে চাইছে। তাদের আবার লক্ষ্য পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। কারণ এই বছরের শেষেই পাঁচ রাজ্যে ভোট রয়েছে।

mamata sonia

গত মঙ্গলবার অভিষেক এবং রিপুন বোরার সঙ্গে বৈঠক হয়েছে, যা রাজনৈতিক মহলে গুরুত্ব পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অসমের ভোটে লড়ার বিষয়টি কংগ্রেস কীভাবে নেবে, সেটাই এখন দেখার। তবে অসম থেকে কংগ্রেসের এক সর্বভারতীয় নেতা জানিয়েছেন, তৃণমূল যদি অসমে প্রার্থী দিতে চায়, তাহলে তেমন কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কোনও রকম শর্ত ছাড়াই কংগ্রেসের না জেতা দুই থেকে তিনটি আসন ছেড়ে দিতে তেমন কোনও সমস্যা হবে না। কিন্তু পাঁচটি আসন তৃণমূল দাবি করলে পশ্চিমবঙ্গেও (West Bengal) পাল্টা আসন বাড়ানোর দাবি রাখতে পারে হাত শিবির।


Monojit

সম্পর্কিত খবর