তালিবানকে সমর্থন করে ভূয়সী প্রশংসা! চরম বিতর্কে জড়ালেন শাসক দলের বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের বিধায়ক তথা ঝাড়খণ্ডের প্রাক্তন কার্যকারী সভাপতি ইরফান আনসারি তালিবানের প্রশংসা করে নতুন বিতর্কের সৃষ্টি করলেন। ইরফান আনসারি বলেছেন, আফগানিস্তানের মানুষ এখন খুব খুশি। আমেরিকার ওখানে গিয়ে আফগান আর তালিবানদের উপর অত্যাচার চালাত। মা-বোন বাচ্চাদের উপর অত্যাচার করত। এর বিরুদ্ধেই লড়াই ছিল।

বিধায়ক বলেন, আফগানিস্তান নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। বাদল অধিবেশনের আগে বিধানসভায় যোগ দিতে যাওয়ার আগে ইরফান আনসারি এই মন্তব্য করেছেন। বিধায়ক বলেন, তালিবানের প্রশংসা করা উচিৎ, কারণ ওঁরা আমেরিকাকে আফগানিস্তান থেকে তাড়িয়েছে। জামতাড়া থেকে দ্বিতীয়বার বিধায়ক হওয়া ইরফান বলেন, আমরা জানি যে আমেরিকার সেনা আফগানিস্তানের মানুষের সঙ্গে কী ব্যবহার করত।

বিধায়কের এই বয়ানের পর বিজেপি তুমুল কটাক্ষ করেছে। ঝাড়খণ্ড থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ দীপক প্রকাশ বলেছেন, কংগ্রেসের বিধায়ক সবার সামনে জঙ্গিদের সমর্থন আর প্রশংসা করছেন। এই কংগ্রেসের কারণেই দেশ ভাগ হয়েছিল। তালিবানের সমর্থন করা কংগ্রেস বিধায়ক দেশের শত্রু।

কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি বলেন, বিজেপির এটা নতুন ষড়যন্ত্র। ওঁরা শুধু তালিবান ইস্যু নিয়েই আলোচনা করতে চায়। তালিবান নিয়ে কথা বলে ওঁরা ভারতের সম্প্রতি সমস্যাকে এড়িয়ে যেতে চায়। এক সাংবাদিক যখন বিধায়ককে জিজ্ঞাসা করেন যে, আফগানিস্তানের বাচ্চা মেয়েদের ১০ বছর বয়সের পরে পড়াশোনার অধিকার পাওয়া উচিৎ কী না? তখন বিধায়ক বলেন, আপনি আমার সঙ্গে আফগানিস্তানে চলুন, এরপর আমি এর জবাব দেব।


Koushik Dutta

সম্পর্কিত খবর