কর্ণাটক বিধানসভায় হাতাহাতি, বিধানসভার স্পিকারকে চেয়ার থেকে নামিয়ে দিলেন কংগ্রেস বিধায়ক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটক (Karnataka) বিধানসভায় মঙ্গলবার সকালে হাতাহাতি শুরু হয়ে যায়। কংগ্রেস বিধায়ক জোর করে বিধানসভার স্পিকার বিশ্বশ্বর হেগড়েকে ওনার চেয়ার থেকে টেনে নীচে নামিয়ে দেন। কংগ্রেস অভিযোগ করে যে, বিজেপি আর JDS মিলে অবৈধ ভাবে স্পিকারকে চেয়ারে বসিয়েছে।

হাঙ্গামার পর কংগ্রেস MLC প্রকাশ রাঠৌড় বলেন, ‘যখন বিধানসভা চলছিল না, তখন বিজেপি আর জেডিএস অসাংবিধানিক ভাবে স্পিকারকে চেয়ারে বসায়। দুর্ভাগ্য বিজেপি এরকম কাজ করছে। কংগ্রেস স্পিকারকে সেখান থেকে সরে যেতে বলেছিল, কারণ তিনি সেখানে অবৈধভাবে বসেছিলেন। উনি না সরায় আমরা জোর করতে বাধ্য হই।”

কর্ণাটকের বিজেপি বিধায়ক লহর সিংহ এই ঘটনাকে গুণ্ডাগিরি বলে আখ্যা দেন। উনি বলেন, ‘কয়েকজন বিধায়ক বিধানসভার মধ্যে গুণ্ডাগিরি করেছেন। তাঁরা বিধানসভা পরিষদের সহসভাপতিকে জোর করে চেয়ার থেকে সরিয়ে দেন আর ওনার সাথে দুর্ব্যবহার করে। আমরা পরিষদের ইতিহাসে এরকম ঘটনা কোনদিনও দেখিনি। এসব দেখে জনতা কি ভাববে, সেটা ভেবেই আমার লজ্জা লাগছে।”

X