‘রাহুলের জন্য অল্পবয়সী মেয়ের অভাব নেই, বুড়িকে কেন ফ্লাইং কিস দেবে?’, স্মৃতিকে তোপ কংগ্রেস সাংসদের

বাংলা হান্ট ডেস্ক : সাংসদ পদ ফিরে পেয়েছেন দুদিন আগেই। গতকালই প্রথম ভাষণ দেন লোকসভায়। আর তারপর থেকেই সংবাদ শিরোনামে রাহুল গান্ধী (Rahul Gandhi)। গতকাল নাকি তিনি বিরোধী দলের সাংসদদের দিকে তাকিয়ে ‘ফ্লাইং কিস’ ছোঁড়েন। আর তাতেই তুলকালাম অশান্তি শুরু হয়ে যায়। স্পিকারের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন স্মৃতি ইরানি।

তবে কংগ্রেসের দাবি এই অভিযোগ একেবারেই মিথ্যা। রাহুলের জন্য অল্পবয়সি মেয়েদের অভাব নেই। তাহলে ৫০ বছর বয়সি এক মহিলার দিকে কেন চুম্বন ছুঁড়ে দেবেন তিনি? প্রশ্ন তুললেন বিহারের মহিলা কংগ্রেস (Congress) সাংসদ। রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা ফ্লাইং কিসের অভিযোগ একবারে উড়িয়ে দিলেন তাঁর দলের ওই সাংসদ। প্রসঙ্গত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) দাবি করেন, অনাস্থা প্রস্তাবের আলোচনা চলাকালীন তাঁদের দিকে ফ্লাইং কিস ছুঁড়েছেন রাহুল গান্ধী। তারপর থেকেই কংগ্রেস সাংসদের এমন আচরণ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

নীতু সিং নামে বিহারের এক কংগ্রেস সাংসদ বলেন, ‘আমাদের নেতা রাহুল গান্ধীর জন্য অল্পবয়সি মেয়েদের তো অভাব নেই। যদি ফ্লাইং কিস দেওয়ারই হতো তাহলে তো কমবয়সি কাউকেও দিতে পারতেন। ৫০ বছর বয়সি মহিলাকে কেন ফ্লাইং কিস দেবেন?’ নীতু পরিষ্কার জানান, রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিহারের কংগ্রেস সাংসদের এই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

rahul 2

নীতুর ভিডিওটি শেয়ার করেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। কংগ্রেস সাংসদের মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কংগ্রেস আসলে নারীবিদ্বেষী দল। সভাকক্ষে রাহুল গান্ধী যে সমস্ত ভুলভ্রান্তি করেছেন, সেগুলোর সপক্ষেও যুক্তি দিচ্ছে তারা।’ ফ্লাইং কিস বিতর্কে আগেও রাহুলের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী, মহুয়া মৈত্রের মতো মহিলা নেত্রীরা।

অনাস্থা প্রস্তাবের আলোচনা চলাকালীন মহিলা সাংসদদের দিকে ফ্লাইং কিস ছোঁড়ার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। স্মৃতি অভিযোগ করেন, ‘আজকে রাহুল গান্ধী যা করেছেন, সংসদের একজন পুরুষ সদস্য এমন আচরণ আগে কখনও করেননি। এটা হাউস অফ দ্য পিপল, এখানে নারীর মর্যাদা রক্ষায় আইন প্রণয়ণ হয়, সেখানে অধিবেশন চলাকালীন একজন পুরুষের নারী বিদ্বেষী আচরণ করলেন। আমার প্রশ্ন, এই ক্ষেত্রে কী শাস্তি দিতে উচিত?’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর