বাংলাহান্ট ডেস্কঃ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্যতম প্রাচীন দল হল কংগ্রেস (congress)। কিন্তু বর্তমান সময়ে এই দলের অর্থনৈতিক অবস্থা তলানিতে এসে ঠেকছে। এই সময়ে কংগ্রেস দলের আর্থিক ভাণ্ডার প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে। সংবাদ সূত্রের খবর, কংগ্রেসের অবস্থা এখন এতোটাই শোচনীয় হয়ে পড়েছে যে, দলীয় বৈঠকে অর্থনৈতিক সংকটই তাদের একমাত্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সূত্রের খবর, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা গতমাসেই মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং পাঞ্জাবের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় অর্থিক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। সাধারণত এই সমস্ত সভায় রাজ্য সভাপতির নির্বাচন এবং অন্যান্য পদ বিতরণ সহ দলীয় কার্যকলাপ নিয়ে আলোচিত হয়। কিন্তু এই বৈঠকে কিভাবে দলের আর্থিক দিকটা মজবুত করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়।
সামনেই ৫ রাজ্যে ভোট রয়েছে। কেরালা, আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুডুচেরিতে নির্বচানের কারণে এই মুহূর্তে কংগ্রেস দলের অনেক টাকার প্রয়োজন হয়ে পড়েছে। নির্বাচনের পূর্বে কংগ্রেসের যে আর্থিক সংকট দেখা দিয়েছে, তা পরিষ্কার। এই সময় তাদের নির্বাচনের কাজের জন্যও অর্থ একজোট করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লীতে পার্টির নতুন দফতরও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০১৪ সালে নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের পক্ষে এখন অর্থ সংগ্রহ করা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাঞ্জাব, ছত্তিসগড় ও রাজস্থানে কংগ্রেসের আধিপত্য থাকলেও, বাকি জায়গায় অন্যান্য দলের প্রাধান্য অনেক বেশি। কিন্তু এই পরিস্থিতিতে আর্থিক ফান্ড একজোট করতে কিছুটা চাপে রয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা।