রাজনৈতিক উলট পুরাণের সাক্ষী মালদা! পার্থ চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন কংগ্রেসের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি এসএসসি (SSC) দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (ED)। ইতিমধ্যে এই ঘটনায় তোলপাড় গোটা বাংলা। প্রথমে আদালতে অসুস্থতা অনুভব এবং পরে সেই কারণে ভুবনেশ্বরের উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়া হয় পার্থকে। তবে অসুস্থতা ‘গুরুতর’ না হয় সেখানে ভর্তি নেওয়া হয়নি তৃণমূল নেতাকে। পরবর্তীতে আবার কলকাতাতেই (Kolkata) ফিরিয়ে নিয়ে আসা হয় তাঁকে। আর এবার পার্থ চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনা করে বিরাট যজ্ঞের আয়োজন করল কংগ্রেস (Congress) দল। তবে এহেন রাজনৈতিক উলট পুরাণের নেপথ্যে কারণ কি?

সম্প্রতি, এসএসসি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেই অসুস্থ পার্থকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। পরবর্তীতে অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে সেখানে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করার পর অসুস্থতা ‘গুরুতর’ নয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরে এদিন সকালে পুনরায় কলকাতায় ফেরত নিয়ে আসা হয় তৃণমূল নেতাকে। এর মাঝে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বিরাট যজ্ঞের আয়োজন করলো কংগ্রেস।

গতকাল বিকেলের দিকে পুরাতন মালদা থানার অন্তর্গত বুলবুল চন্ডি মোড় এলাকায় দলের তরফ থেকে যজ্ঞের আয়োজন করা হয়। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সুস্থতার জন্য পুজো করেন কংগ্রেস কর্মীরা। উক্ত স্থানে প্রাক্তন কংগ্রেস এমএলএ অর্জুন হালদার সহ অন্যান্য একাধিক কর্মী এবং সমর্থকরা মিলিত হন বলে খবর।

ইডির হাতে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার বাহানা করে চলেছেন বলে অভিযোগ করতে থাকে বিরোধী দলগুলি। অসুস্থতার নাটক করে জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্যই তৃণমূল নেতা এ সকল বাহানা করে চলেছে বলে দাবি বিরোধীদের। এর মাঝেই গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের জন্য যজ্ঞের আয়োজন বঙ্গ রাজনীতিতে বেশ ‘প্রাসঙ্গিক’ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অর্জুন হালদার জানান, “সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এরপরে তিনি অসুস্থ হয়ে যান আর সেই কারণে আমরা এদিন যজ্ঞের আয়োজন করেছি। তৃণমূল নেতার সুস্থতার কামনা করা আমাদের উদ্দেশ্য। আমরা চাই, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং গোয়েন্দা সংস্থার সামনে সকল সত্য বলুন।”

তিনি আরো বলেন, “যেভাবে বর্তমান শাসক দলের আমলে সকলের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তাতে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে। বেকার যুবকদের টাকা নিয়ে এরা নিজেদের স্বার্থ সিদ্ধি করে চলেছে। আমরা চাই, উনি দ্রুত সুস্থ হয়ে সকল সত্য ইডিকে জানান। সেই কারণেই আমাদের এই যজ্ঞের আয়োজন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর