মোদীর বাবা মিথ্যেবাদী! প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে ঘোর বিপদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে

বাংলা হান্ট ডেস্ক: রাজনীতি কতটা নীচে নামতে পারে! এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাবা তুলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। প্রধানমন্ত্রীকে বিঁধতে গিয়ে তাঁর ‘বাবা’কেও আক্রমণ করে বসলেন কংগ্রেস সভাপতি। ভোটপর্বে এহেন আক্রমণে ব্যাকফুটে কংগ্রেস।

শুক্রবার হায়দরাবাদে (Hyderabad) প্রচারে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি। সেখানে একটি জনসভা থেকে মোদীকে তোপ দাগেন তিনি। কংগ্রেস সভাপতি বলেন, মোদী (Narendra Modi) মিথ্যাবাদী। তিনি প্রতিশ্রুতি দিয়ে রাখেন না। সেটা বলতে গিয়েই বিপাকে পড়ে যান কংগ্রেস সভাপতি। বিতর্কিত মন্তব্য করে বসেন। প্রধানমন্ত্রীর ‘বাবা’কে নিয়ে। যদিও বাবা বলতে এখানে প্রধানমন্ত্রীর স্বর্গীয় বাবা দামোদরদাস মোদীকে বোঝাতে চাননি খাড়্গে। তিনি বোঝাতে চেয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে (K C Rao)।

খাড়্গে বলেন, ‘প্রধানমন্ত্রী স্বভাবগত মিথ্যুক, কোনও প্রতিশ্রুতি পূরণ করেননি। মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। কারওর অ্যাকাউন্টে সেই টাকা এসেছে? তাহলে কে মিথ্যাবাদী? কংগ্রেস নাকি মোদী? কৃষকদেরও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের উপার্জন দ্বিগুণ হয়ে যাবে। আপনারাই বলুন উপার্জন কি দ্বিগুণ হয়েছে? শুধু প্রধানমন্ত্রীই নন, প্রধানমন্ত্রীর বাবাও (পড়ুন কেসিআর) এখানে আছেন। তিনিও মিথ্যাবাদী। উনিও বলেন, আমি এই করেছি, ওই করেছি। কিন্তু কিচ্ছু হয়নি।’

modi
যদিও ‘প্রধানমন্ত্রীর বাবা’ এহেন মন্তব্য করে বিপাকে মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেস সভাপতির ওই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসাবেই দেখছে বিজেপি। আর এই নিয়েই এবার ভোটের মরসুমে ডিভিডেন্ড তুলতে মরিয়া গেরুয়া শিবির।

Monojit

সম্পর্কিত খবর