ভারত-পাকিস্তানের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা ট্রাম্পের! কোন অধিকারে? বড় পদক্ষেপ কংগ্রেসের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত শনিবার ভারত-পাকিস্তানের (India Pakistan) ঘোষণার আগেই দুই দেশের মধ্যেকার সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই এই নিয়ে জোর জলঘোলা হয়েছিল। এবার সরব হল কংগ্রেস (Congress)। ইতিমধ্যেই পহেলগাঁও কাণ্ড এবং তার পরবর্তী নানান ঘটনাক্রম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিয়েছে হাত শিবির। সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছে তারা।

এখনই কীভাবে সফল অপারেশন সিঁদুর? প্রশ্ন তুলল কংগ্রেস (Congress)

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ মানুষকে মেরেছিল জঙ্গিরা। তার পাল্টা অপারেশন সিঁদুরের মাধ্যমে শতাধিক জঙ্গি নিকেশ করে ভারতীয় সেনা। এবার এই অভিযানেই কি লাগল রাজনীতির রঙ? এখনই কীভাবে সফল এই সেনা অভিযান? পিএম মোদীর ‘ঘোষণা’ নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। সোমবার রাজধানীতে দলের একটি সাংবাদিক সম্মেলন থেকে এই বিষয়ে মুখ খোলেন হাত শিবিরের সাধারণ সম্পাদক ভূপেশ বঘেল।

কংগ্রেস নেতার প্রশ্ন, ‘সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের খুন করল। তাদের কী হল? তারা কি ধরা পড়েছে? তাদের কি নিধন হয়েছে? যদি না হয়ে থাকে, তারপরেও কেন্দ্র কীভাবে মেনে নিল অপারেশন সিঁদুর সফল?’ এক্ষেত্রে বলে রাখি, সোমবারই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, এই অভিযান (Operation Sindoor) শেষ হয়, স্রেফ স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ ‘যুদ্ধের সঙ্গে আবেগকেও জুড়েছেন’! মোদীর প্রশংসায় পঞ্চমুখ ‘এই’ হেভিওয়েট তৃণমূল সাংসদ

এদিন ভারত-পাক ইস্যুতে ট্রাম্পের ‘নাকগলানো’ নিয়েও মুখ খোলেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘ট্রাম্পের মুখ থেকে সংঘর্ষ বিরতির কথা শোনা, আদতে আমাদের কূটনৈতিক ব্যর্থতা। এই রকম ঘটনা দেশের জন্য অপমানজনক, লজ্জাজনক। ভারত পাকিস্তানের আগে আমেরিকা কীভাবে সংঘর্ষ বিরতি ঘোষণা করল? এটা আমাদের প্রশ্ন। কাশ্মীর ইস্যুতেও কি আমরা বহিরাগতদের মধ্যস্থতার অধিকার দিয়ে দিয়েছিল? সিমলা চুক্তি কি আর বৈধ নয়? এই প্রত্যেকটি প্রশ্নের জবাবই সাধারণ মানুষের পাওয়া উচিত’।

Congress flag

কোন শর্তে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি হল সেটা জানা দরকার বলে মনে করেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। ইতিমধ্যেই সংসদে বিশেষ অধিবেশনের আর্জি জানিয়ে পিএম মোদীকে চিঠি দিয়েছে কংগ্রেস। সেখানে পহেলগাঁও কাণ্ড, অপারেশন সিঁদুর সহ পরবর্তী ঘটনাক্রমের উল্লেখ রয়েছে বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X